আরও পড়ুন: বহুদিন গভীর অন্ধকার বুকে নিয়ে দাঁড়িয়ে আছে চৈতল-মালঞ্চ সেতু
নিখিলচন্দ্র আদক বর্ধমানের কেউটে স্কুলে শিক্ষকতা করেন। পরিবার ও সহকর্মীদের থেকে জানা গিয়েছে, উল্টো রথ উপলক্ষে বুধবার টিফিনে স্কুল ছুটি হয়ে যায়। এরপরই তিনি বাইক নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। চাঁদু নিমতলা এলাকায় একটি দশ চাকার লরি পেছন থেকে সজরে ধাক্কা মারে ঐ শিক্ষককে। তিনি রাস্তার ধারে ছিটকে পড়েন। মাথায় হেলমেট থাকা সত্ত্বেও গুরুতর আহত হন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় দমকলকর্মীরা নিখিলচন্দ্র আদককে আরামবাগ মেডিকেল কলেজে ভর্তি করেন।
advertisement
আহত শিক্ষকের পরিবার সূত্রে জানা গিয়েছে, তিনি প্রতিদিনই বাইকে করে স্কুলে যাতায়াত করতেন। এদিকে এই দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ। সাময়িকভাবে যানজট তৈরি হলেও পুলিশের তৎপরতায় দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যদিও ওই শিক্ষককে ধাক্কা মারার পর দশ চাকার লরিটি পালিয়ে যায়। পুলিশ ঘাতক লরির সন্ধানে তল্লাশি চালাচ্ছে।
শুভজিৎ ঘোষ