আরও পড়ুন: স্ট্রোক হলেও আর ভয় নেই, সরকারি হাসপাতাল বিনামূল্যে দিচ্ছে ২৫ হাজারের ইনজেকশন
এখানকার নিয়োগ দুর্নীতি বিতর্ক প্রসঙ্গে তৃণমূলের যে গোষ্ঠী প্রতিবাদ জানিয়েছে তাদের বক্তব্য, কয়েক দিন ধরেই মেডিকেল কলেজে টাকার বিনিময়ে নিয়োগ চলছে। বেআইনিভাবে কোনও নিয়োগ তাঁরা মেনে নেবেন না বলে জানিয়েছেন।
অন্যদিকে যে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতি করে নিরাপত্তা রক্ষী নিয়োগের অভিযোগ উঠেছে তিনি দলের বিরুদ্ধ গোষ্ঠীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনেন। কোথাও কোনও বেআইনি নিয়োগ হয়নি বলে শাসকদলের ওই কাউন্সিলরের দাবি।
advertisement
এই বিষয়ে আরামবাগ মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির সভাপতির কৃষ্ণচন্দ্র সাঁতরা ক্যামেরার সামনে কোনও মন্তব্য করতে চাননি। তবে কলেজের অধ্যক্ষ রমাপ্রসাদ রায় জানান, যা কিছু হবে সব নিয়ম মেনেই করা হবে। এই অভিযোগ প্রসঙ্গে আরামবাগের পুরপ্রধান সমীর ভান্ডারী জানান, কোথাও কিছু দুর্নীতির অভিযোগ থাকলে সরাসরি কালীঘাটে জানানো হোক। সব মিলিয়ে বিরোধীরা নয়, শাসকদলেরই একাংশ এবার নিয়োগ দুর্নীতির অভিযোগে সরব হল।
শুভজিৎ ঘোষ