আরও পড়ুন: মুছে গেল অভিমান, ফের তৃণমূলে ফিরছেন শোভন? 'দিদি'র সঙ্গে সাক্ষাতেই সব স্পষ্ট
চুঁচুড়া স্টেশনের তিন নম্বর প্লাটফর্ম থেকে স্টেশন রোডের নামার যে সিঁড়ি রয়েছে, সেখানে অল্প বৃষ্টিতেই জমে যায় এক হাঁটু জল। ফলে ব্যাহত হয় জনজীবন। জল বাঁচাতে অনেকেই ব্যবহার করেন রেললাইন। জীবনের ঝুঁকি হাতে নিয়ে পারাপার করতে হয় চুঁচুড়া স্টেশন। বুধবার সকালে জমা জলের মধ্যে উল্টে পড়ে যাত্রী বোঝাই একটি টোটো। টোটোর মধ্যে যাত্রীদের পাশাপাশি ছিল এক স্কুল পড়ুয়াও। টোটো উল্টে যাওয়ার ফলে আহত হন দুই যাত্রী।
advertisement
আরও পড়ুন: ইডির সামনে ৫৫ ঘণ্টার জেরা, জনসমক্ষে এসেই চমকে দিলেন রাহুল গান্ধি! দিলেন বড় চ্যালেঞ্জ
স্থানীয় সূত্রে খবর, বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েও স্থায়ী সুরাহা মেলেনি। বর্ষার সময় যখন বেশি জল জমে যায় সেই সময় প্রশাসনের তরফ থেকে একটি হ্যান্ড পাম্প নিয়ে এসে জল অপসারণ করে দেওয়া হয়। ফলে কিছু সময়ের জন্য পরিস্থিতি ঠিক হয়, কিন্তু স্থায়ী সমাধান করা হয়ে ওঠেনি। এ বিষয়ে হুগলী-চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার জানান, এই জায়গাটি রেলের আওতায় পড়ে, তাই সেখানে পুরসভার হস্তক্ষেপ করার নৈতিক অধিকার নেই।
পূর্ব রেলের সিপিআরও একলব্য চক্রবর্তী জানান, বিষয়টি তাঁদের নজরে এসেছে। নিত্যযাত্রীদের সমস্যার স্থায়ী সমাধান করার জন্য খুব শীঘ্রই কাজ শুরু হবে। তিনি আরও জানান, ওই জায়গায় একটি পাম্প বসানো হবে যা জমা জল নিকাশের জন্য ব্যবহার করা হবে।
Rahi Halder