আরামবাগ শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে দ্বারকেশ্বর নদের পাড়ে হুগলি জেলার এই একমাত্র বনভূমিটি অবস্থিত। দীর্ঘদিন এই বনভূমি অসুরক্ষিত অবস্থায় থাকায় বিনা বাধায় সাধারণ মানুষ এখানে বনভোজন সহ নানান আয়োজনে মেতে ওঠে। এরফলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বনভূমির নিজস্ব পরিবেশ। কান ফাটানো মাইক আর ডিজের শব্দে বনভূমি ছেড়ে পালিয়ে যাচ্ছে পশুপাখিরা। এই পরিস্থিতিতে বছর দুই আগে এখানে ফরেস্ট রেঞ্জার হিসেবে দায়িত্ব নিয়ে আসেন আশরাফুল ইসলাম। তিনি নতুন করে এই বনভূমিকে বাঁচানোর উদ্যোগ নেন।
advertisement
আরও পড়ুন: চরম রক্ত সঙ্কট সিউড়ি হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে, বড় দুর্ঘটনা ঘটলে কিছু করার থাকবে না!
ইতিমধ্যেই তিনি এই বনভূমির মধ্যে তারস্বরে মাইক ও বক্স বাজিয়ে বনভোজন নিষিদ্ধ করেছেন। এর ফলে গত কয়েক মাস ধরেই এই জঙ্গলে আবার বিভিন্ন পাখির ডাক শোনা যাচ্ছে। ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট জীবজন্তুরাও। কিন্তু এই বনভূমিতে কোনও জলাশয় না থাকায় পশুপাখিদের জল খাওয়ার জন্য লোকালয়ে বা নদীতে যেতে হয়। তাতে তারা অনেক সময় আক্রান্তও হয়। তাই রেঞ্জার সাহেব এবার এই বনভূমির মধ্যেই একটি বড় পুকুর খননের ব্যবস্থা করেছেন। পরিবেশকে রক্ষার জন্য তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।
শুভজিৎ ঘোষ