দশমীর রাতে বেশ কয়েকজন যুবক মিলে উত্তরপাড়া মাখলায় ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোহিত রঞ্জন ঝাঁ-এর উপর আক্রমণ চালায়। মৃত্যুর সঙ্গে লড়াই করে চতুর্দশীর দিন সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ওই যুবকের। ঘটনার পর থেকেই অভিযুক্তরা সবাই গা ঢাকা দিয়েছিল পালিয়ে। ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয় হুগলির উত্তরপাড়া।
advertisement
আরও পড়ুনঃ ঘুগনি বিক্রি করছেন মাধব, কান ফাটানো গলায় খদ্দের ডাকছে সঙ্গী টিয়া, হুগলির ভিডিও ভাইরাল
নিহত রোহিত ঝাঁ-এর মৃত্যুকালীন সময়ের একটি ভিডিও সামনে আসে। যেখানে তার ওপর আক্রমণ চালানো ব্যক্তিদের নাম জানিয়ে যান তিনি। সেই নামের ভিত্তিতে আগেই দুজনকে গ্রেফতার করেছিল চন্দননগর পুলিশ কমিশনারেটের আধিকারিকরা। এ বার পুলিশের হাতে ধরা পরল আরও দুইজন।
পুলিশ সূত্রে খবর, মোবাইল ফোনের নম্বর ট্র্যাক করে ধৃতদের খোঁজ চলছিল। জানা যায় উত্তরাখণ্ডের একটি গ্রাম থেকে শেষবার ওই ফোন নম্বর অন হতে দেখেন পুলিশ আধিকারিকরা। সেই সূত্র ধরেই অভিযুক্তদের খুঁজতে উত্তরাখণ্ডে অভিযান চালান তদন্তকারী অফিসাররা। সেখান থেকেই বুধবার দুই অভিযুক্ত ভাস্কর রায় ও সনু চৌধুরীকে আটক করে নিয়ে আসা হয় উত্তরপাড়া থানায়। বৃহস্পতিবার ধৃতদের শ্রীরামপুর মহকুমা থানায় নিয়ে আসা হবে।
রোহিত রঞ্জন ঝা-এর খুনের অভিযুক্তদের যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেট অমিত পি জাভালগি। সেই মতো তদন্তে নেবে ইতিমধ্যেই চারজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। বাকি অভিযুক্তদের এখন খোঁজ চলছে। দোষীরা খুব শীঘ্রই ধরা পড়বে।
রাহী হালদার