আরও পড়ুন: পেট্রল পাম্পের নর্মদায় জমে থাকা তেলে ভয়াবহ আগুন!
স্থানীয় বাসিন্দারা জানান, ডিভিসি যত জল ছাড়ছে ততই এই কাঠের সেতুর অস্তিত্ব নিয়ে চিন্তা বাড়ছে। সেইসঙ্গে কচুরিপানার স্তূপ ভেসে আসাটাও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
অন্যদিকে সেতু মালিক বিজয় মোদক জানিয়েছেন, বাঁশ এবং লাঠির সাহায্যে পানা সরানোর কাজ চলছে। সেতু রক্ষা করার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন শ্রমিক থেকে বাসিন্দারা। জীবনের ঝুঁকি নিয়ে সকলে কাজ করছেন। তাই শেষ পর্যন্ত হাওড়া-হুগলি সংযোগ রক্ষাকারী এই সেতুটি রক্ষা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
advertisement
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
Oct 07, 2023 6:01 PM IST





