TRENDING:

Bangla News: বিয়ের রাতেই নব দম্পত্তি অঙ্গীকারবদ্ধ হলেন অন্ধত্ব দূরীকরণে

Last Updated:

Bangla News: বিয়ের রাতেই দম্পতি অঙ্গীকারবদ্ধ অন্ধ মানুষের চোখে দৃষ্টি ফেরানোর। সেই কারণেই বিয়ের রাতে বর, বউ দুই জনেই করলেন মরণোত্তর চক্ষু দান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বিয়ের রাতেই দম্পতি অঙ্গীকারবদ্ধ অন্ধ মানুষের চোখে দৃষ্টি ফেরানোর। সেই কারণেই বিয়ের রাতে বর, বউ দুই জনেই করলেন মরণোত্তর চক্ষু দান। ঘটনাটি হুগলির চুঁচুড়ার, নব দুই দম্পতি যাঁরা মরণোত্তর চক্ষু দানে অঙ্গীকার বদ্ধ তারা হলেন, সৌম্য চক্রবর্ত্তী ও গার্গী চক্রবর্ত্তী। বৈবাহিক জীবনে নতুন সম্পর্ক নতুন জীবনের নতুন পথ চলার আগে নজির সৃষ্টিকারী সিদ্ধান্ত গ্রহণ করলেন এই দুই দম্পতি।
মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ নব দম্পতি
মরণোত্তর চক্ষুদানে অঙ্গীকারবদ্ধ নব দম্পতি
advertisement

আরও পড়ুনঃ ফল হাতেনাতে! নিমেষেই গায়েব ‘ব্যথা’! বাড়ির পাশের ‘এই’ গাছের পাতাই গাঁটের ‘প্রতিরোধী’

সৌম্য ও গার্গী যোগাযোগ করেন চুঁচুড়া আলোয় ফেরা সংঘের সঙ্গে। সেখানেই তাঁরা নতুন জীবনের শুরুয়াতের প্রথম দিনেই দুজনে অঙ্গীকারবদ্ধ হন তাঁদের মরণোত্তর চক্ষুদানের জন্য। একদিকে যখন রিসেপশনের লোকের কোলাহল ভিড়, এরই মধ্যে আলোয় ফেরা সম্পাদকের সামনে দুই নব দম্পতি বসে ফর্ম ফিলাপ করলেন মরণোত্তর চক্ষু দানের।

advertisement

এই বিষয়ে সৌম্য ও গার্গী দুজনে জানায়, ‘চোখের জন্য বহু মানুষ হাহাকার করেন। কারণ যাদের চোখের সমস্যা হয় বা চোখ প্রয়োজন হয় অন্ধত্ব দূরীকরণ করতে তাঁদের কথা ভেবেই এই ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন তাঁরা দুজন।’ সৌম্য ও গার্গী দুজনের ইচ্ছা তাঁদের মৃত্যুর পর তাঁদের চোখ দিয়ে যেন রঙিন পৃথিবীতে দেখতে পায় অন্য মানুষরা। এই বিষয়ে আরও সৌম্য জানায় তাঁরা আশাবাদী যে তাঁদের দেখে আরও অনেক যুবসমাজের নবদম্পতিরা এগিয়ে আসবে মরণোত্তর চক্ষুদানের প্রতি অঙ্গীকারবদ্ধ হতে।

advertisement

View More

এই বিষয়ে চুঁচুড়া আলোয় ফেরার সম্পাদক উদয় কুমার পাল তিনি বলেন, নবদম্পতির এই পদক্ষেপকে কুর্নিশ জানাচ্ছেন তাঁরা। যেভাবে বিয়ের দিনে নতুন জীবন শুরু করার আগেই মরণোত্তর চক্ষুদানের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে তারা যে কাজটি করেছেন তিনি আশাবাদী এতে আগামী প্রজন্মের যুবক যুবতীরা উদ্বুদ্ধ হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/হুগলি/
Bangla News: বিয়ের রাতেই নব দম্পত্তি অঙ্গীকারবদ্ধ হলেন অন্ধত্ব দূরীকরণে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল