হুগলির এই বিশ্ব জল দিবসের অনুষ্ঠান থেকে সবাইকে জলের অপচয় বন্ধ করার আবেদন জানানো হয়। এই বিষয়ে এনসিসির এক ক্যাডেট ছাত্র বলেন, বিশ্ব জল দিবসের দিন সকলকে জল সংরক্ষণ ও তার অপচয় রোধ সম্পর্কে সচেতন করতেই এই র্যালির আয়োজন করা হয়। কারণ পানযোগ্য জলের পরিমাণ ক্রমশই কমছে, তাই সকলের সচেতন হওয়া প্রয়োজন।
advertisement
আরও পড়ুন: বাংলা লাগোয়া বিহারে অস্ত্র কারখানার সন্ধান, ঘুম উড়ল রাজ্য পুলিশের
অন্যদিকে এনসিসি-র এক ট্রেনার বলেন, বিশ্বজুড়ে ভূগর্ভস্থ জল দিন দিন কমে যাচ্ছে। আমাদের দেশেই তামিলনাড়ুর ভয়াবহ অবস্থা প্রত্যক্ষ করেছি সকলে। নিজেদের না শুধরোলে আগামী দিনে হয়ত আর পানীয় জলই পাব না আমরা। তাই প্রতিটি মানুষকে সবার আগে জলের অপচয় বন্ধ করতে হবে। সেইসঙ্গে জল সংরক্ষণের বিষয়েও সচেতন হওয়া জরুরি।
advertisement
শুভজিৎ ঘোষ
Location :
Kolkata,West Bengal
First Published :
March 22, 2023 9:00 PM IST