TRENDING:

Hooghly News: বাবার ছোট্ট ভুলে পুকুরে তলিয়ে গেল শিশু

Last Updated:

বেশ খানিকক্ষণ খোঁজাখুঁজি করার পর পুকুরের জলে মেয়ের অচেতন দেহ খুঁজে পান বাবা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: ছোট্ট মেয়েকে পুকুর পাড়ে রেখে ভুল করে বাড়ি চলে এসেছিল বাবা। শেষে এই অন্যমনস্কতার চরম মূল্য দিতে হল গোটা পরিবারকে। মনে পড়তে ফিরে গিয়ে পুকুর থেকে মেয়ের অচেতন দেহ উদ্ধার করলেন সেই বাবাই। তড়িঘড়ি করে তাকে হাসপাতালে নিয়ে গেলেও প্রাণে বাঁচানো যায়নি। খানাকুলের এই ঘটনায় শোকে ভেঙে পড়েছে গোটা পরিবার।
advertisement

আরও পড়ুন: ভুল ইনজেকশনে রোগী মৃত্যুর অভিযোগে উত্তপ্ত ডেবরা হাসপাতাল

খানাকুলের মাজপুর গ্রামে বাড়ি মৌমিতা কুণ্ডুর (৭)। সে স্থানীয় মাজপুর প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণিতে পড়ত। পরিবার সূত্রে জানা গিয়েছে, সপ্তাহখানেক আগে গ্রামে একটি পুজো হয়েছিল। নিয়ম অনুযায়ী গ্রামের পুকুরে বিসর্জন দেওয়া ঠাকুরের কাঠামো তোলার জন্য মেয়ে মৌমিতাকে নিয়ে পুকুর পাড়ে গিয়েছিলেন বাবা। সেই কাঠামো তোলার আগে ছোট্ট মৌমিতাকে পুকুরের জলে স্নান করিয়ে পাড়ে দাঁড় করিয়ে দেয় তার বাবা। বলেন, চুপ করে এখানে দাঁড়িয়ে থাকতে। এরপর তিনি পুকুরে নেমে ঠাকুরের কাঠামো তুলে বাড়ি চলে আসেন। বেখেয়ালে ভুলে যান যে সঙ্গে করে মেয়েকে নিয়ে এসেছিলেন।

advertisement

বাড়ি ফিরেই মেয়ের কথা মনে পড়ে। সঙ্গে সঙ্গে ছুটে যান পুকুর পাড়ে। কিন্তু তাকে প্রথমে দেখতে পাননি। বেশ খানিকক্ষণ খোঁজাখুঁজি করার পর পুকুরের জলে মেয়ের অচেতন দেহ খুঁজে পান বাবা।

View More

তড়িঘড়ি অচেতন অবস্থায় ছোট্ট মৌমিতাকে নিয়ে তার পরিবারের লোকেরা দক্ষিণ নারায়ণপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ছুটে যান। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় বাবা সহ ওই শিশুটির পরিবার শোকে ভেঙে পড়েছে। চোখে জল গ্রামবাসীদেরও।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: বাবার ছোট্ট ভুলে পুকুরে তলিয়ে গেল শিশু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল