আরও পড়ুন: ‘ডবল ইঞ্জিন সরকার হলেই… ‘ বিরাট দাবি শুভেন্দুর! দুর্গতদের পাশে গিয়েই খোঁচা মুখ্যমন্ত্রীকে
ভয়াবহ বন্যা পরিস্থিতিতে নন্দনপুর এলাকার এক যুবতী তার বোন এবং মাকে নিয়ে বন্যার জলের মাঝে দোতলা মাটির বাড়িতে আশ্রয় নিয়ে আছে। কোনরকমে নৌকায় করে ওই বাড়ির জানালা দিয়ে দেখা গেল যুবতীকে। তিনি বলেন, চারিদিকে শুধু জল। সাপ এবং পোকামাকড়ের উপদ্রব বাড়ছে। কেউ সেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। আতঙ্কের মধ্যেই দিন কাটচ্ছে পরিবারের সদস্যদের।অন্যদিকে পিচ রাস্তায় গাড়ি চলাচলের বদলে চলছে নৌকা। এই নৌকায় করে যাতায়াত করতে হচ্ছে ওই এলাকার মানুষজনকে। পরিস্থিতি এখনও পর্যন্ত খুবই খারাপ। খাবার থেকে পানীয় জল কিছুই নেই বলে অভিযোগ করেন হেমন্ত সাঁতরা নামে এক বাসিন্দা।
advertisement
স্থানীয় বাসিন্দা রাধে সিং হাজরা জানান, এক সপ্তাহের উপর জলবন্দী হয়ে আছেন। ডিভিসির ছাড়া জলে জমির ধান ডুবে গেছে। বাড়িঘর থেকে সবকিছুই ক্ষতিগ্রস্ত। সব মিলিয়ে বন্যা দুর্গত এলাকার মানুষের দিন কাটছে আতঙ্কের মধ্যে।
শুভজিৎ ঘোষ