TRENDING:

Indian Army Died: সহকর্মীর গুলিতে মৃত্যু সেনা জওয়ানের! আরামবাগে নিয়ে আসা হল দেহ!

Last Updated:

Indian Army Died: ঘটনার দিন রাত্রি বেলা গৌরীশংকর অমৃতসর থেকে জম্মু-কাশ্মীরের হাই ওয়ের উপর অমরনাথ যাত্রার রাস্তায় টহলদারি করে ফিরে ছিলেন তাঁর ক্যাম্পে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আরামবাগ: রবিবার পাঞ্জাবের পাঠানকোটে সহকর্মীর গুলিতে নিহত হন বীর জওয়ান গৌরীশংকর হাটি। বুধবার সকালে আরামবাগের বাড়িতে নিয়ে আসা হয় শহীদ সেনার কফিনবন্দি মৃতদেহ। বীর জওয়ানকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য একত্রিত হন গ্রামবাসীরা। জাতীয় পতাকা মোড়া কফিনবন্দি দেহ বাড়িতে আসার পরই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।
advertisement

আরামবাগ পৌরসভা নির্ভয়পুর হাটিপাড়ার গৌরীশংকর হাটি ২০০৪ সালে সেনাবাহিনীতে যোগ দেন। বর্তমানে পাঞ্জাবের পাঠানকোটে পোস্টিং ছিল তার। সেখানেই দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন। রবিবার ডিউটি করে ফিরে রাতে তাঁবুতে ঘুমিয়ে ছিলেন। সেন্ট্রির দায়িত্বে থাকা লোকেশ নামে এক সেনা জওয়ানের গুলিতে গৌরীশংকর ও আর এক সেনা জওয়ান সূর্যকান্তর মৃত্যু হয়। জানা গেছে সারাদিন কাজের শেষে যখন সেনা জওয়ানরা ঘুমিয়ে ছিলেন রাত দুটো নাগাদ হঠাৎ করে লোকেশ তার রাইফেল থেকে গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়।

advertisement

মৃত শহীদ সেনা গৌরীশংকর হাটির অন্য এক সহ কর্মী কার্তিক গুপ্তা জানান, ঘটনার দিন রাত্রি বেলা গৌরীশংকর অমৃতসর থেকে জম্মু-কাশ্মীরের হাই ওয়ের উপর অমরনাথ যাত্রার রাস্তায় টহলদারি করে ফিরে ছিলেন তাঁর ক্যাম্পে। ক্যাম্পে আসার পরেই হত্যাকারী সহকর্মী সেনা লোকেশের সাথে বচসায় জড়িয়ে পড়েন গৌরীশংকর ও তাঁর সহকর্মী সূর্যকান্ত। তখনই লোকেশ গুলি চালায় ওই দুই সেনার উপর। ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় দু'জনের।

advertisement

ওই এলাকার সংসদ আপুরুপা পোদ্দার জানান, সৈনিকের যদি যুদ্ধ ক্ষেত্রে মৃত্যু হয় সেটি গৌরবের বিষয়। কিন্তু এক্ষেত্রে সহকর্মীর গুলিতে মৃত্যু এটি নক্কার জনক ঘটনা। কেন এই ধরনের ঘটনা ঘটলো তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি । ঘটনার তদন্ত করে দোষী উপযুক্ত শাস্তির দাবি করেন সাংসদ।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Rahi Haldar

বাংলা খবর/ খবর/হুগলি/
Indian Army Died: সহকর্মীর গুলিতে মৃত্যু সেনা জওয়ানের! আরামবাগে নিয়ে আসা হল দেহ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল