স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎই কালিপদ বাবুর বাড়িতে বিকট শব্দের আওয়াজ শুনতে পাওয়া যায়। তড়িঘড়ি ছুটে যেয়ে দেখা যায় তাঁর মাটির বাড়িটি হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। বাড়িতে থাকা কালিপদ ও তার স্ত্রী চিৎকার করতে থাকেন। এলাকার সকলেই ভাঙা বাড়ি থেকে তাদেরকে উদ্ধার করে। ঘটনায় আহত দুজনেই। স্থানীয়রাই তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
advertisement
আরও পড়ুনঃ Knowledge Story Trending GK: বছরে আসে একবার, প্রতি রবিবার আসে ২বার, বলুন তো কী
পরিবার সূত্রে জানা যায়, এদিন বাড়ির মধ্যেই প্রত্যেকেই ছিল। কিন্তু মাটির বাড়ি দেওয়ালটি যেখানে ভেঙে পড়ে ঠিক সেখানেই ছিলেন ঐ দম্পতি। ঘটনা জেরে সদস্যরা বাইরে বেরিয়ে এলেও কালিপদ এবং তার স্ত্রী শিবানী পোড়েল বের হতে পারেননি। দেওয়াল ভাঙার সঙ্গে সঙ্গে তাদের উপর ভেঙে পড়ে প্রায় গোটাবাড়ি। বর্তমানে আহত দম্পতি হাসপাতালে চিকিৎসাধীন।
Suvojit Ghosh