কলেজ পড়ুয়াদের র্যাগিং-এর হাত থেকে বাঁচাতে এই উল্লেখযোগ্য পদক্ষেপ করা হয়েছে বলে খবর নবান্ন সূত্রে। এই হেল্পলাইন চালু থাকবে ২৪ ঘণ্টা। শুধুমাত্র কলকাতা বা তৎসংলগ্ন এলাকা নয়, রাজ্যের যে-কোনও প্রান্ত থেকে এই হট লাইন নম্বরে ফোন করে অভিযোগ দায়ের করা যেধে পারে। সঙ্গেসঙ্গে শুরু হবে যথাযথ ব্যবস্থা নেওয়া।
নবান্ন সূত্রে খবর, হেল্প লাইন নম্বরটি সম্পূর্ণ টোল ফ্রি। বিনামূল্যেই ফোন করা যাবে এই ফোন নম্বরে।কিছু কিছু ক্ষেত্রে অভিযোগকারীরা নির্যাতিত হওয়ার পরও ভয়ে থাকার কারণে অভিযোগ জমা করতে পারেন না। সেই কথা মাথায় রেখে অভিযোগকারীর পরিচয় সম্পূর্ণ গোপনে রেখে অ্যাকশন করা হবে।
advertisement
রাহী হালদার
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 28, 2023 8:45 PM IST






