আরামবাগ হাই স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়ের উদ্যোগে স্কুলকে এই ভাবেই সাজিয়ে তোলা হচ্ছে একটু আলাদা রকম ভাবে।প্রধান শিক্ষক জানান,স্কুলের ছাত্ররা যাতে চোখের দেখাতেই ভারতবর্ষের সমস্ত ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠানকে চিনতে পারে সেই উদ্দেশ্যেই এই চিত্র ফুটিয়ে তোলা হয়েছে দেওয়ালে।
প্রধান শিক্ষকের এই উদ্যোগকে সমর্থন জানানোর পাশাপাশি সহ শিক্ষক-শিক্ষিকারা জানান, এই চিত্রর ফলে ছাত্রদের বইয়ের পড়ার থেকেও বেশি চোখের দেখায় এই সমস্ত উৎসবের বিষয়ে উৎসাহ বাড়বে,জ্ঞান বাড়বে। আর এর সমস্ত স্মৃতি তাদের দীর্ঘমেয়াদি হবে যা তারা সারা জীবন সেগুলি মনে রাখবে।যা ছাত্রদের মনে আলাদা প্রভাব ফেলবে।
advertisement
আরও পড়ুন: Bangladesh Border: সীমান্তে ভিড় বাংলাদেশী যাত্রীদের, কোন আতঙ্ক তাড়া করছে ওঁদের? জানুন বিশদে
স্কুলের দেওয়ালে এই সমস্ত ছবি দেখতে পেয়ে খুশি স্কুলের ছাত্ররাও,তারা জানাচ্ছে এই ছবির ফলে একদিকে যেমন স্কুলের সুন্দর্য বাড়ছে,তেমনি তারা বই না পরেই শ্রেষ্ঠ উৎসব গুলির বিষয়ে জানতে পারছে। প্রধান শিক্ষকের এই উদ্যোগকে যেমন ছাত্ররা সাদরে গ্রহণ করেছেন তেমনি প্রধান শিক্ষকের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন ছাত্রের অভিভাবকরা ।
রাহী হালদার





