সেই কারণে শ্রীরামপুর বটতলা থেকে টোটোয় ওঠেন তারা। ওই একই টোটোতে মাহেশেমাসির বাড়ি থেকে সহযাত্রী হয় ওই যুবক। টোটো রিষড়া পেরিয়ে কোন্নগর ঢোকার মুখেই হাতিরকুল এলাকায় হঠাৎ প্যান্টের চেন খুলে নিজের যৌনাঙ্গ বার করে অভদ্র আচরণ শুরু করে দেয় ওই যুবক। তবে ব্যক্তি বুঝতে পারিনি যে মহিলার সঙ্গে এই অভদ্র আচরণ করছেন তিনি একজন পুলিশের সাব ইন্সপেক্টর।
advertisement
আরও পড়ুন:
ওই মহিলা ঘটনার সময় চেঁচামেচি শুরু করতেই স্থানীয় বাসিন্দারা সেখানে জড়ো হয়ে যান। অভদ্র আচরণকারী ওই ব্যক্তি পালিয়ে যেতে গেলে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলে।স্থানীয় এক বাসিন্দা শুভদীপ সরকার তিনি বলেন, মহিলার চেঁচামেচিতে তারা ওই ঘটনাস্থলে পৌঁছান।
আরও পড়ুন:
লোকটিকে ধরে তারা কোন্নগর ফাঁড়িতে নিয়ে আসে।রাস্তা দিয়ে যাতায়াত করা এক নিত্যযাত্রী সায়ন মিত্র তিনি বলেন, রাস্তার মধ্যে জটলা দেখে তিনি দাঁড়িয়ে পড়েন। গিয়ে বুঝতে পারেন সেখানে এক মহিলার সঙ্গে অভদ্র আচরণ করে পালিয়ে যেতে চাইছে ওই ব্যক্তি। তিনি এবং আরও কয়েকজন মিলে যুবককে থেকে আটক করেন। তার যথাযথ শাস্তির জন্য তাকে নিয়ে আসা হয় কোন্নগর ফাঁড়িতে।
রাহী হালদার