TRENDING:

Hooghly news | Ayan Sil: বিশ্বাস অর্জনের জন্য চাকরি প্রার্থীদের নিয়ে ভুয়ো পরীক্ষার ব্যবস্থা! লাখ লাখ টাকা গায়েব করে অয়ন শীল!

Last Updated:

Hooghly news | Ayan Sil: চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে অয়ন। জানুন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বিকাশ ভবনে চাকরি পার্থীদের নিয়ে গিয়ে ভুয়ো পরীক্ষার ব্যবস্থা করেছিল অয়ন শীল। সেখানে সাদা খাতার ওপর সই করতে বলা হয়েছিল চাকরী প্রার্থীদের। তারপরে তাদের থেকে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছে অয়ন। এমনটাই অভিযোগ করছেন টাকা দিয়েও চাকরি না পাওয়া চাকরিপ্রার্থীদের অভিভাবকরা।
প্রতিকী চিত্র 
প্রতিকী চিত্র 
advertisement

নিয়োগ দুর্নীতি মামলায় প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সবার প্রথম পার্থ চট্টোপাধ্যায় তারপরে তার সূত্র ধরে মানিক বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও এখন অয়ন শীল। হুগলির চুঁচুড়ার বাসিন্দা অয়ন চাকরি দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন মানুষজনকে মিথ্যা চাকরির প্রত্যাশা দিয়ে। যাতে চাকরিপ্রার্থীদের অয়নের উপর বিশ্বাস জন্মায় তাই জন্য ভুয়ো পরীক্ষারও আয়োজন করেছিল শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীল। ২০১৭ সালে বিকাশ ভবনে চাকরিপ্রার্থীদের নিয়ে গিয়ে চলে ভুয়ো পরীক্ষা। তারপরেই দুই ছেলেকে চাকরি দেবার নাম করে দশ লক্ষ টাকা নেয় অয়ন এমন টাই দাবি প্রতারিত বলাগরের বাসিন্দা বাসুদেব ঘোষ।

advertisement

আরও পড়ুন: বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত তামাক গাছ! সিগারেট থেকে সব তামাকজাত দ্রব্যের বাড়তে পারে দাম! জানুন

বলাগড়ের ইনছুড়ার বাসিন্দা বাসুদেব ঘোষ। প্রতারিতদের ভরসা পেতে বিকাশ ভবনে চাকরির পরীক্ষার ব্যবস্থা করেছিলেন অয়ন। বাসুদেবের দাবি, ছেলে ও মেয়ের স্কুলে চাকরির জন্য ১০ লক্ষ টাকা দিয়েছিলেন অয়ন শীলকে। কিন্তু সে চাকরি হয়নি। এদিকে ততদিনে চুঁচুড়া ছেড়ে সল্টলেকে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন অয়নও।

advertisement

View More

আরও পড়ুন:

সেই কথার রেশ ধরেই বাসুদেব বলেন, “আমাদের বিকাশ ভবনেও নিয়ে গিয়েছিল। সাদা খাতার উপর সই করে ইন্টারভিউও করিয়েছিল। কিন্তু তারপরও কিছু হয়নি। আমরা অনেকেই টাকা দিয়েছিলাম। সকলকে বলেছিল ৫ লক্ষ টাকা দিলেই চাকরি। আমি নগদ ১০ লক্ষ টাকা দিই।”

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাহী হালদার

advertisement

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly news | Ayan Sil: বিশ্বাস অর্জনের জন্য চাকরি প্রার্থীদের নিয়ে ভুয়ো পরীক্ষার ব্যবস্থা! লাখ লাখ টাকা গায়েব করে অয়ন শীল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল