নিয়োগ দুর্নীতি মামলায় প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সবার প্রথম পার্থ চট্টোপাধ্যায় তারপরে তার সূত্র ধরে মানিক বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ, শান্তনু বন্দ্যোপাধ্যায় ও এখন অয়ন শীল। হুগলির চুঁচুড়ার বাসিন্দা অয়ন চাকরি দেবার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছেন মানুষজনকে মিথ্যা চাকরির প্রত্যাশা দিয়ে। যাতে চাকরিপ্রার্থীদের অয়নের উপর বিশ্বাস জন্মায় তাই জন্য ভুয়ো পরীক্ষারও আয়োজন করেছিল শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীল। ২০১৭ সালে বিকাশ ভবনে চাকরিপ্রার্থীদের নিয়ে গিয়ে চলে ভুয়ো পরীক্ষা। তারপরেই দুই ছেলেকে চাকরি দেবার নাম করে দশ লক্ষ টাকা নেয় অয়ন এমন টাই দাবি প্রতারিত বলাগরের বাসিন্দা বাসুদেব ঘোষ।
advertisement
আরও পড়ুন: বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত তামাক গাছ! সিগারেট থেকে সব তামাকজাত দ্রব্যের বাড়তে পারে দাম! জানুন
বলাগড়ের ইনছুড়ার বাসিন্দা বাসুদেব ঘোষ। প্রতারিতদের ভরসা পেতে বিকাশ ভবনে চাকরির পরীক্ষার ব্যবস্থা করেছিলেন অয়ন। বাসুদেবের দাবি, ছেলে ও মেয়ের স্কুলে চাকরির জন্য ১০ লক্ষ টাকা দিয়েছিলেন অয়ন শীলকে। কিন্তু সে চাকরি হয়নি। এদিকে ততদিনে চুঁচুড়া ছেড়ে সল্টলেকে পাকাপাকিভাবে থাকতে শুরু করেন অয়নও।
আরও পড়ুন:
সেই কথার রেশ ধরেই বাসুদেব বলেন, “আমাদের বিকাশ ভবনেও নিয়ে গিয়েছিল। সাদা খাতার উপর সই করে ইন্টারভিউও করিয়েছিল। কিন্তু তারপরও কিছু হয়নি। আমরা অনেকেই টাকা দিয়েছিলাম। সকলকে বলেছিল ৫ লক্ষ টাকা দিলেই চাকরি। আমি নগদ ১০ লক্ষ টাকা দিই।”
রাহী হালদার