স্থানীয় সূত্রে খবর, ঠাকুরবাড়ি মোড় দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে চোদ্দ চাকার ওই পণ্যবাহী কন্টেনার যাচ্ছিল। মোড়ের বাসস্ট্যান্ডের কাছে রাস্তায় বাঁক নিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারায়। উল্টে যায় রাস্তার পাশের দুটি দোকানের উপর। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটির গতির স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি ছিল বলে সেটি ওই মোড় ঘুরতে পারেনি।
advertisement
স্থানীয় বাসিন্দা রাজীব গুপ্ত বলেন, আমরা বসে ছিলাম। হঠাৎ বিকট শব্দে ছুটে গিয়ে দেখি কন্টেনারটি উল্টে গেছে। ভিতরে আটকে পড়েন চালক। প্রত্যক্ষদর্শীরাই তাঁকে গাড়ির কাঁচ ভেঙে উদ্ধার করেন। স্থানীয়দের অভিযোগ, ওই কন্টেনারটির চালক মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল। এই দুর্ঘটনার সময় রাস্তার পাশে নিজের সবজি দোকানে ছিলেন ব্যবসায়ী মলয় কুণ্ডু। কোনক্রমে প্রাণে বাঁচেন। তাঁরও দাবি, কন্টেনারের গতি বেশি থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে হাজির হয় মগড়া থানার পুলিশ। তারা কন্টেনারের চালককে আটক করে।
রাহী হালদার