চুঁচুড়া থার্ড গ্রাউন্ড বা পুরনো ডিএম অফিসের ঠিক বিপরীত দিকের মাঠে আয়োজিত হচ্ছে আহরীয়ানা । বিরিয়ানি, কাবাব, মোগলাই আইটেম, আইসক্রিম, কোলড্রিংস, মিষ্টি, পিঠে পুলি যা খেতে চাইবেন সবই পাবেন এই খাদ্য মেলায়। ৪০ টি স্টলে ৪oo-রও বেশি আইটেম অপেক্ষা করছে খাদ্য রসিকদের জন্য। একই সঙ্গে এই মেলায় থাকছে কুকিং কম্পিটিশন, রেসিপি কম্পিটিশন, গান, বাজনা আরও অনেক কিছু। মেলা চলবে ১১ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
advertisement
আরও পড়ুন: এবার শিলিগুড়িতেও মাটির তলা দিয়ে যাবে বিদ্যুতের তার, শীঘ্রই শুরু হবে কাজ
এই বিষয়ে মেলার একজন উদ্যোক্তা সৈকত বিশ্বাস বলেন, কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া করার আদর্শ জায়গা হতে চলেছে আহারীয়ানা। নামিদামি সংস্থার ফুড স্টল থাকবে এই এখানে। শুধু তাই নয় খাদ্য রসিক মানুষদের জন্য থাকছে বিশেষ সুবিধা। একইসঙ্গে খাদ্য মেলার দিনগুলিতে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যেই থাকছে বাচ্চাদের র্যাম্প শো বা বেবি ফ্যাশন শো, বিভিন্ন মিউজিক্যাল কনসার্ট, এক বিশেষ দিনে আয়োজন করা হবে স্যান্ড আর্টের। যেখানে বিশিষ্ট শিল্পীরা বালি দিয়ে ছবি আঁকবেন। শুধু তাই নয়, যেহেতু এটা ভালোবাসার সপ্তাহ চলছে, তাই এই খাদ্য মেলায় প্রেমিক-প্রেমিকাদের জন্য থাকবে বিশেষ অফার। সব মিলিয়ে আহরীয়ানা-কে ঘিরে আগামী কয়েকদিনের জন্য জমজমাট থাকবে চুঁচুড়া।
রাহী হালদার