আরও পড়ুন: কলকাতা পুরসভায় শক্তি বৃদ্ধি তৃণমূলের, কংগ্রেস কাউন্সিলরের যোগ ঘাসফুল শিবিরে
ডানকুনির মোল্লা বেড়ের দিল্লি রোডের পাশে একটি পিচবোর্ডের গুদামে এদিন ভোরবেলায় হঠাৎ আগুন লাগে। পরিস্থিতি সামাল দিতে প্রথমে ডানকুনির দমকল কেন্দ্র থেকে একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে। কিন্তু তাতে আগুন আয়ত্তে আনা যাচ্ছিল না। এরপর শ্রীরামপুর থেকে আরেকটি দমকল ইঞ্জিন এসে ঘটনাস্থলে পৌঁছয়। দুটি ইঞ্জিন মিলে আগুন নেভানোর কাজ চালিয়ে যায়। দীর্ঘ চার ঘণ্টার প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রনে আসে।
advertisement
স্থানীয় সূত্রে খবর, এদিন ভোরবেলায় হঠাৎই স্থানীয়রা ওই গুদামে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন। সেখান থেকেই দমকলের কাছে খবর দেওয়া হয় আগুন লাগার। ভোর চারটে নাগাদ এই আগুন লাগে। আগুন লাগার খবর পাওয়ার মধ্যেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় দমকলের দুটি ইঞ্জিন। প্রথমে ডানকুনির দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। তবে ওই গুদামের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আগুন নিয়ন্ত্রণের কোনরকম ব্যবস্থা ছিল না। তাই প্রাথমিক পর্যায়ে পরিস্থিতি সামলাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। তাই পরে শ্রীরামপুর থেকে আরও একটি দমকলের ইঞ্জিনকে নিয়ে আসা হয়।
ডানকুনি ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত আধিকারিক এম রহমান জানান, ভোর ৪ টে নাগাদ ফায়ার কল পেয়ে তাঁরা আসেন। মূলত এই গোডাউনে বিপুল পরিমাণ কার্টুন মজুত ছিল। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশপাশি গোডাউনের অগ্নিনির্বাপন ব্যবস্থাও ঠিক নেই বলে জানান তিনি। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বিভাগ।
রাহী হালদার