স্প্রিংলারের সাহায্যে বিভিন্ন ফসল ও ফুল-ফলের গাছের চারিদিকে জল ছিটিয়ে দেওয়া সম্ভব হচ্ছে। সেই সঙ্গে প্রয়োজনমত সেচের জল ব্যবহার করা যাচ্ছে। একটা স্প্রিংলার বা সেচ ফোয়ারা বসাতে প্রায় ২৬ হাজার টাকা খরচা হয়। কিন্তু পুরোটাই সরকার ভর্তুকি দিচ্ছে। কৃষককে শুধুমাত্র জিএসটি-র তিন হাজার টাকা দিতে হচ্ছে।
আরও পড়ুন: আগুনে পুড়ে খাক ৫০ একর হিজল বন!
advertisement
এই নতুন সেচ পদ্ধতিতে ফসল ফলিয়ে খুশি তারক গায়েন নামে এক কৃষক। তিনি বলেন, কৃষি দফতরের সঙ্গে প্রথমে যোগাযোগ করি। ফোয়ারা সেচের কাজে সাহায্য করার জন্য আবেদন করি। এরপরই বাংলা কৃষি সেচ যোজনা ফর্ম ফিলাপ করার পরই নিয়ম মেনে এই সুবিধা পেয়েছি। এতে করে নার্সারিতে জল দিতে সুবিধা হয়। অন্যদিকে জলের অপচয় বন্ধ হয়েছে। প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে ওই কৃষক জানান, ফোয়ারা সেচের ফলে জল, শ্রমিক এবং বিদ্যুৎ খরচ অনেকটাই কমে গিয়েছে।
এই প্রকল্প নিয়ে কৃষি দফতরের এডিও সুদীপ ভট্টাচার্য জানান, মূলত জল সঙ্কট মোকাবিলাতেই এই সেচ পদ্ধতি শুরু হয়েছে। যাতে জলের অভাবে কৃষিকাজ ব্যাহত না হয়। এতে চাষিরা উপকৃত হচ্ছে বলে তিনি দাবি করেন।
শুভজিৎ ঘোষ