TRENDING:

Hooghly News: ফোয়ার সেচে কম জলেই ফলছে ফসল, বিপুল লাভ কৃষকদের

Last Updated:

স্প্রিংলারের সাহায্যে বিভিন্ন ফসল ও ফুল-ফলের গাছের চারিদিকে জল ছিটিয়ে দেওয়া সম্ভব হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: বিশ্বজুড়ে পানীয় জলের সঙ্কট। তাই জল বাঁচানোর ডাক দেওয়া হচ্ছে। সেই লক্ষ্যে সেচের জল নষ্ট হওয়া ঠেকাতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য কৃষি দফতর। এদিকে সেচের জল খরচ বাঁচাতে গিয়ে চাষের ক্ষতি হবে তাও মেনে নেওয়া চলে না। আর তাই নতুন 'ফোয়ারা সেচ' বা স্প্রিংলার সেচ পদ্ধতি চালু করা হয়েছে। এই পদ্ধতিতে চাষ করতে গিয়ে জল কম খরচ হচ্ছে, কিন্তু ফসল দিব্যি তরতর করে বেড়ে উঠছে। ফলে এতে খুশি কৃষকরাও। এতে কৃষকদের চাষের খরচও কমেছে।
advertisement

স্প্রিংলারের সাহায্যে বিভিন্ন ফসল ও ফুল-ফলের গাছের চারিদিকে জল ছিটিয়ে দেওয়া সম্ভব হচ্ছে। সেই সঙ্গে প্রয়োজনমত সেচের জল ব্যবহার করা যাচ্ছে। একটা স্প্রিংলার বা সেচ ফোয়ারা বসাতে প্রায় ২৬ হাজার টাকা খরচা হয়। কিন্তু পুরোটাই সরকার ভর্তুকি দিচ্ছে। কৃষককে শুধুমাত্র জিএসটি-র তিন হাজার টাকা দিতে হচ্ছে।

আরও পড়ুন: আগুনে পুড়ে খাক ৫০ একর হিজল বন!

advertisement

এই নতুন সেচ পদ্ধতিতে ফসল ফলিয়ে খুশি তারক গায়েন নামে এক কৃষক। তিনি বলেন, কৃষি দফতরের সঙ্গে প্রথমে যোগাযোগ করি। ফোয়ারা সেচের কাজে সাহায্য করার জন্য আবেদন করি। এরপরই বাংলা কৃষি সেচ যোজনা ফর্ম ফিলাপ করার পরই নিয়ম মেনে এই সুবিধা পেয়েছি। এতে করে নার্সারিতে জল দিতে সুবিধা হয়। অন্যদিকে জলের অপচয় বন্ধ হয়েছে। প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে ওই কৃষক জানান, ফোয়ারা সেচের ফলে জল, শ্রমিক এবং বিদ্যুৎ খরচ অনেকটাই কমে গিয়েছে।

advertisement

View More

এই প্রকল্প নিয়ে কৃষি দফতরের এডিও সুদীপ ভট্টাচার্য জানান, মূলত জল সঙ্কট মোকাবিলাতেই এই সেচ পদ্ধতি শুরু হয়েছে। যাতে জলের অভাবে কৃষিকাজ ব্যাহত না হয়। এতে চাষিরা উপকৃত হচ্ছে বলে তিনি দাবি করেন।

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

শুভজিৎ ঘোষ

বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: ফোয়ার সেচে কম জলেই ফলছে ফসল, বিপুল লাভ কৃষকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল