প্যারিমোহন কলেজ ফেস্টে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল নেতৃত্ব। বলিউড গায়ক শান আসছেন শুনে হুগলির বিভিন্ন কলেজ থেকে ছাত্র-ছাত্রীরা ভিড় করে, স্থানীয় কিছু মানুষও ভিড় জমান স্কুল মাঠ চত্বরে। উত্তরপাড়া গভঃস্কুলের মাঠের মঞ্চে গানের অনুষ্ঠান শুরু হতেই মাঠ কানায় কানায় ভর্তি হয়ে যায় দর্শকে। পুলিশ স্কুলের মাঠে প্রবেশ গেট বন্ধ করে দিতে বাধ্য হয়।
advertisement
আরও পড়ুনঃ আপনার সাধের মোবাইল চুরি! লেনদেন চলে কলকাতার এই জনপ্রিয় মার্কেটেই! চাঞ্চল্যকর তথ্য ফাঁস
জানা গিয়েছে, রাত ন'টার সময় শানের গাড়ি যখন প্রবেশ করে তখনই ঘটে বিপত্তি। সংগীতশিল্পী শানের গাড়ি মাঠে প্রবেশ করতে দেওয়ার জন্য গেট খোলে পুলিশ। মাঠের বাইরে থাকা দর্শকের ঢল সেই গাড়ির সঙ্গে মাঠে প্রবেশ করতে চায়। হুড়োহুড়িতে বাঁশের ব্যারিকেড হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। কয়েকজন পদপিষ্ট হন। ভিড় সামাল দিতে লাঠি লাঠিচার্জ করতে হয় পুলিশকে। পদপিষ্ট হওয়া ছাত্র-ছাত্রীদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। হাস্পাতাল সূত্রে জানা গিয়েছে, তাদের আঘাত গুরুতর নয়।
পুরো ঘটনায় ওয়াকিবহুল মহলের প্রশ্ন, কলকাতার নজরুল মঞ্চের কেকের দুর্ঘটনার স্মৃতি এখনও দগদগে। আবারও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি হতে পারত। পুরো ঘটনায় যে ভিড়ের কথা উল্লেখ করা হয়েছে তাদের বেশিরভাগ সংখ্যকই কলেজ পড়ুয়া। তাদের দাবি, কলেজ ইউনিয়ন থেকে জানানো হয়েছিল উত্তরপাড়া কলেজের ফেস্টের কথা। সেই মতো ছাত্র-ছাত্রীরা ভিড় জমান। অনুষ্ঠানের জন্য যে জায়গাটি বেছে নেওয়া হয়েছিল সেই জায়গাটি এত সংখ্যক ভিড়ের জন্য উপযুক্ত নয়। ফলে যেখানে প্রশাসন আরও একটু সজাগ হতে পারত বলেই দাবি।
রাহী হালদার