শনিবার বালিখাল থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা করে অ্যালাইদা গেভারাকে নি উত্তরপাড়ার গণভবনে পৌঁছনো হয়। চে গেভারার মেয়েকে চোখের দেখা দেখার জন্য বামপন্থী সমর্থকদের উচ্ছাস ছিল নজরে পড়ার মতো।
ভারত সফরে এসে কেরল, তামিলনাড়ু হয়ে পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছেন অ্যালাইদা গেভারা ও তাঁর মেয়ে। সারা ভারত শান্তি ও সংহতি সংস্থা এবং ন্যাশনাল কমিটি ফর সলিডারিটি উইথ কিউবার ডাকেই তাঁরা ভারত সফরে এসেছেন। তাঁদেরকে ঘিরে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। যদিও শনিবার উত্তরপাড়ায় চে কন্যা অ্যালাইদা এলেও নাতনি এস্তেফানিয়া আসতে পারেননি।
advertisement
কিউবার বিভিন্ন জনমুখী বিকল্পনীতি এবং সাম্রাজ্যবাদ বিরোধী গণ-উদ্যোগের পাশাপাশি ভারত-কিউবা মৈত্রী নিয়েও একাধিক অনুষ্ঠানে আলোচনা করছেন চে-কন্যা। তবে বাবার মতোই তাঁরও একটাই বার্তা, জীবন সংগ্রামে হার মানলে চলবে না, লড়ে যেতে হবে। এগিয়ে যেতে হবে বিজয়ের দিকে।
মঞ্চে দাঁড়িয়ে চে কন্যা বলেন, তিনি এত মানুষের উৎসাহ দেখে আপ্লুত। একই সঙ্গে তিনি আরও জানান, চে-র ছবি বুকে নিয়ে ঘুরলেই হবে না। তাঁর মতাদর্শকে নিয়ে আসতে হবে। মানুষের উৎসাহে আপ্লুত অ্যালাইদা গেভারা এদিন নিজের মাতৃভাষা স্প্যানিসে গান গেয়ে শোনান।
রাহী হালদার