আরও পড়ুন তিন মারণ রোগকে জয় বৃদ্ধের! কামাল এম আর বাঙ্গুর হাসপাতালের
রাতে পর্যাপ্ত আলো না থাকায় ব্রিজ দিয়ে পায়ে হেঁটে চলাচল করা যায় না। পুলকার, অ্যাম্বুলেন্স, চারচাকা মোটর বাইক তো চলছেই, পন্য নিয়ে পার হচ্ছে মোটর ভ্যান। স্থানীয়দের কাছে নদী পারাপার হওয়ার একমাত্র পথ কুন্তীঘাটের এই কুন্তী নদীর উপর ব্রিজ। সংস্কারের অভাবে ক্রমশ খারাপ হচ্ছে ব্রিজের স্বাস্থ্য। দু’দিকে লোহার টানার উপর থেকে লোহার বিম ঝুলছে। লোহার বিমের উপর কাঠের তক্তা পাতা। নদীর উপর ঝুলন্ত এই ব্রিজ দেখতে আসেন অনেকে। সেলফি তোলার ভিড় লাগে।
advertisement
আরও পড়ুন: লটারিতে কোটি টাকা জিতেও চাপে অনুব্রত, সিবিআই দফতরে এলেন বোলপুরের লটারি ব্যবসায়ী
স্থানীয়, গাড়ি চালক থেকে পথচারীরা বলছেন ব্রিজটির অনেক জায়গায় কাঠ ভেঙে গেছে। লোহায় মরচে পরেছে। ষোলো মন পর্যন্ত মাল বহন করা যাবে নোটিশ দেওয়া থাকলেও তা মানা হয় না। স্কুলের বাচ্চাদের নিয়ে পুলকার পার হয় মগড়া ও বলাগড় দুই ব্লকের সংযোগকারী এই ব্রিজে ব্যস্ততা আছে তাই প্রশাসন নজর দিক দ্রুত সংস্কার করুক চাইছেন এলাকাবাসী। গুজরাটের মোরবীতে ঝুলন্ত ব্রিজ ভেঙে পরে দূর্ঘটনায় মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। এরপরই কুন্তিঘাটে ঝুলন্ত ব্রীজে পুলিশ ভীর করতে দেয়নি। ছট পুজোর সময় ব্রীজে অনেক ভীর করেন তাদের নামিয়ে দেওয়া হয়।
চন্দ্রহাটি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রীতা দাস জানান, ব্রিজটা ভাল করে সংস্কার করতে হবে।পঞ্চায়েতের টাকা নেই তাই জেলা পরিষদকে বলা হয়েছে। জেলা পরিষদ থেকে ব্রিজ পরিদর্শন করা হয়েছে। সংস্কার প্রয়োজন সেটা বলা হয়েছে। আশা করছি তারাতাড়ি হয়ে যাবে।
রাহী হালদার