বর্তমানে এটি আরামবাগ শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। তখন চার দিক ঘন জঙ্গল। বন জঙ্গল সাফ করে জমিদারির পত্তন হল। কয়েকশো গ্রাম নিয়ে শুরু হয় রাজপাট। তৎকালীন সময়ে রণজিৎ সিংহকে সবাই নাকি রাজা বলেই জানত। পরবর্তী ক্ষেত্রে রায় নারায়ণ উপাধি পেয়ে তিনি হলেন রণজিৎ রায়। এই রাজাকে ঘিরে নানা কাহিনী প্রচলিত আছে।
advertisement
প্রাচীন এই দীঘি খনন করিয়েছিলেন রাজা রণজিৎ রায়। কথিত, তাঁর সাধনায় তুষ্ট হয়ে মা দুর্গা স্বয়ং শিশুকন্যা রূপে সন্তানহীন রাজার কাছে এসেছিলেন। প্রাচীন রীতি মেনে আজও চৈত্রমাসে দুর্গাপুজো হয় দীঘির মন্দিরে এবং দানমেলা বসে।বর্তমানে রাজার রাজত্ব না থাকলেও প্রাচীন ঐতিহ্য মেনে পুজোপাঠ করে রাজবাড়ির বংশধররা।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 13, 2023 2:06 PM IST





