ঘটনার সূত্রপাত মঙ্গলবার বিকালে। হুগলি থেকে আসানসোল গিয়েছিলেন সুফল বাংলা স্টলের উদ্বোধনের জন্য। ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। বর্ধমান জৌগ্রাম ফ্লাইওভারের নিকট বিকাল ৪.৩০ মিনিট নাগাদ মন্ত্রীর গাড়িতে দুর্ঘটনা ঘটে। মন্ত্রীর কনভয়ের সামনে হঠাৎই একটি গাড়ি চলে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে কনভয়ের পাইলট কার প্রথমে ধাক্কা মারে ওই গাড়ির পিছনে। ঠিক তার পিছনেই ছিল মন্ত্রীর গাড়ি। সেটিও নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পাইলট গাড়ির পিছনে। সেই সময় গাড়ির মধ্যেই ছিলেন মন্ত্রী।
advertisement
আরও পড়ুনঃ বিরাট খবর! পুজোর আগেই জোকা-তারাতলা মেট্রো শুরু, বৃহস্পতিবার থেকেই ট্রায়াল রান
দুর্ঘটনায় আহত হয়েছেন বেচারাম মান্না-সহ তাঁর সহকারীরা। কাঁধে, মাথায় ও পায়ে চোট পেয়েছেন তিনি। এরপর ছেড়ে দেওয়া হয়। জানা গিয়েছে, সমস্যা আর জ্টিল হয় বাড়ি ফেরার পরে। বুকে পিঠে ব্যথা অনুভব করতে থাকেন তিনি। এরপর তাঁকে ভর্তি করা হয় সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে। চিকিৎসকরা তার বিভিন্ন শারীরিক পরীক্ষা করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মন্ত্রীর শারীরিক অবস্থা এই মুহূর্ত স্থিতিস্থিতিশীল। তবে যেহেতু বড় ধকল গিয়েছে, তাই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। চিকিৎসকরা বাড়িতে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁকে।
মন্ত্রী বেচারাম মান্না জানান, দুর্ঘটনার কবলে আহত হয়েছেন তাঁর সব সহকারীরা। শুধুমাত্র এলার্ট ছিলেন বলেই দুর্ঘটনা থেকে কোনওক্রমে রক্ষা পেয়েছেন প্রাণে। ঘটনায় আঘাত লেগেছে তার নিজেরও। যে গাড়িটি কনভয়ের সামনে চলে এসেছিল, সেই গাড়ি পুলিশি হেফাজতে রয়েছে। পুলিশ তদন্ত করছে এই ঘটনার পিছনে কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা।