এই বিষয়ে শিল্পী পূর্ণিমা মান্ডি বলেন,আমরা আদিবাসী জনজাতি এবং অন্য আরেকজন আমাদেরই জনজাতির মহিলা আজ দেশের রাষ্ট্রপতি হয়েছেন। আমাদের খুব আনন্দ হচ্ছে আমরা ভীষন গর্বিত। তিনি আরও জানান, দ্রৌপদী মুর্মু হলেন তাদের জনজাতির প্রতীক।
আরও পড়ুনঃ বিশাল সুখবর! হিন্দমোটরেই তৈরি হবে অত্যাধুনিক রেলের নতুন কোচ
advertisement
রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির তারা নৃত্য পরিবেশন করতে পারবে তা ভেবেই তারা এখন থেকে আনন্দিত। হবিবপুর এর বিধায়ক ও এস টি মোর্চার সভাপতি জুয়েল মুর্মু বলেন, দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি হয়েছেন তিনি শপথ নেবেন সেই অনুষ্ঠানে তাকে মাদল ঢোল বাজিয়ে অভিনন্দন জানানো হবে।
আরও পড়ুনঃ জমিজটে বিদ্যুৎ নেই! মোমবাতির আলোই ভরসা ওদের রাতের অন্ধকার দূর করতে
সেই কারণে হুগলির বৈঁচি থেকে সাতাশ জন শিল্পীর একটি দল নিয়ে আমরা দিল্লি যাচ্ছি।স্বাধীনতার ৭৫ বছর পার হচ্ছি আমরা। সরকার আদিবাসী জনজাতিকে যে ভাবে সম্মান জানিয়েছে তার জন্য আমরা অভিনন্দন জানাই।
Rahi Haldar