ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছে সেই মাংসভাজার ভিডিও৷ ভিডিওতে দেখা যাচ্ছে ব্লগার জানতে চাইছেন সত্যি ওই মাংসের দাম ১০ টাকা কিনা৷ উত্তরে বিক্রেতা জানাচ্ছেন, কোনও রসিকতা নয়৷ এটা সম্পূর্ণ সত্যি৷ ১০ টাকাতেই পাওয়া যাচ্ছে ‘কেএফসি’৷
তবে এটা কেন্টাকি ফ্রায়েড চিকেন নয়৷ ১০ টাকার ভাজা চিকেনের নাম ‘কমরা ফ্রায়েড চিকেন’৷
advertisement
বিক্রেতা জানিয়েছেন তিনি স্থানীয় বাজার থেকে বোনলেস চিকেন কেনেন৷ তার পর নানারকম মশলা ও ব্রেডক্রাম্বের মিশেলে তৈরি হয় মুচমুচে ফ্রায়েড চিকেন৷ দাম কম বলে গুণমানের সঙ্গে কোনও আপস তিনি করেন না৷ দাবি বিক্রেতার৷ তবে তিনি নিজে নিরামিষাশী৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2023 11:27 AM IST