TRENDING:

কাল রবিবার! বিকেলে চায়ের সঙ্গে কামড় দিন সিঙাড়া রোল ফ্রাই-এ

Last Updated:

কাল রবিবার! বিকেলে চায়ের সঙ্গে কামড় দিন সিঙাড়া রোল ফ্রাই-এ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  গরম অনেকটাই কমে গিয়েছে! ঝমঝমিয়ে বৃষ্টি! ঠাণ্ডা ঠাণ্ডা হাওয়া! বেশ একটা রোম্যান্টিক আবেশ!  এমন সময় কি আর 'চা'-এর সঙ্গে 'টা' না হলে মন ভরে? কাল রবিবার! বিকেলটা জমিয়ে ফেলুন গরমাগরম স্ন্যাক্স সিঙাড়া রোল ফ্রাই দিয়ে--
advertisement

কী কী চাই

ময়দা: দেড় কাপ, দুধ ১ কাপ, স্বাদমতো নুন, চিনি, আলু: ২টো, চিনেবদাম: আধ কাপ, শকনোলঙ্কা: ১টা, পাঁচফোড়ন: আধ টেবিল চামচ, হলুদগুঁড়ো: আধ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার: ১ কাপ, ভাজার জন্য পিমাণমতো সাদা তেল, কলোজিরে: ১ টেবিল চামচ,  আদাবাটা: ১ টেবিলচামচ, ব্রেড ক্রাম: ২ কাপ

রান্না

advertisement

একটি পাত্রে ময়দা, দুধ, পরিমাণমতো জল, চিনি, নুন, কালোজিরে আর ২ টেবিল চামচ তেল মেখে পাতলা ব্যাটার তৈরি করুন। ননস্টিক প্যানে সামান্য তেল দিয়ে, ব্যাটার ঢেলে পাতলা পাতলা ক্রেপ তৈরি করুন। আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে, ছোট ছোট টুকরোয় কেটে নিন। কড়াইতে তেল গরম করে পাঁচফোড়ন দিয়ে আলু ভাজুন। সামান্য জল আর চিনেবাদাম দিন। আলু আর বাদাম ভাজা ভাজা হয়ে এলে নামিয়ে নিন।

advertisement

এবার একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে নিন। ক্রেপগুলোর মধ্যে পুর ভরে স্প্রিং রোলের মতো করে মুড়ে দিন। রোলগুলো কর্নফ্লাওয়ারের গোলায় চুবিয়ে, ব্রেডক্রামে গড়িয়ে, ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

সেরা ভিডিও

আরও দেখুন
চিনি-গুড়ের রসে তো অনেক হল! রসগোল্লায় এবার মিলছে কাঁচা লঙ্কার ঝাল স্বাদ
আরও দেখুন

ফ্রিজ থেকে বের করে, রোল স্বাভাবিক তাপমাত্রায় এলে ডুবো তেলে ভেজে নিন।

বাংলা খবর/ খবর/রেসিপি/
কাল রবিবার! বিকেলে চায়ের সঙ্গে কামড় দিন সিঙাড়া রোল ফ্রাই-এ