TRENDING:

Recipe of Golbari Kosha Mangsho: এই এক উপকরণেই পাতে পড়বে গোলবাড়ির কষা মাংস, রইল ম্যাজিক রেসিপি

Last Updated:

Golbari Kosha Mangsho: গোলবাড়ি স্টাইল কষা মাংস ছোট-বড় সকলের পচ্ছন্দ। রেঁস্তোরায় গিয়ে বা বাড়িতে আনিয়ে সকলেই একবার না একবার খেয়েছে। এবার পুজোর একটা দিন করতেই পারেন সকলের পচ্ছন্দের এই পদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতাঃ পুজোয় বাইরের খাবার তো চলবেই, তার সঙ্গে হয়ে যাক রেঁস্তোরার খাবার বাড়িতে বানানোর মজা। গোলবাড়ি স্টাইল কষা মাংস ছোট-বড় সকলের পচ্ছন্দ। রেঁস্তোরায় গিয়ে বা বাড়িতে আনিয়ে সকলেই একবার না একবার খেয়েছে। এবার পুজোর একটা দিন করতেই পারেন সকলের পচ্ছন্দের এই পদ। জেনে নিন গোলবাড়ি স্টাইল কষা মাংসের রেসিপি।
এই এক উপকরণেই পাতে পড়বে গোলবাড়ির কষা মাংস, রইল ম্যাজিক রেসিপি
এই এক উপকরণেই পাতে পড়বে গোলবাড়ির কষা মাংস, রইল ম্যাজিক রেসিপি
advertisement

আরও পড়ুনঃ শপিং মল ভেবে ভুল করবেন না, ৫তলা বিল্ডিং জুড়ে শুধুই বিরিয়ানি! এয়ারপোর্টের পাশেই চমক দিচ্ছে দাদা বৌদি বিরিয়ানি

উপকরণ- এক কেজি খাসির মাংসের জন‍্য- ৪ টে পেঁয়াজ, ৪ কোয়া রসুন, ১ টেবিল চামচ আদা বাটা, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ হলুদ, আন্দাজ মতো এলাচ, বড়ো এলাচ, দারচিনি, লবঙ্গ আদ ভাঙা, ১-১.৫ চা চামচ লংকা গুঁড়ো, ১-১.৫ চা চামচ কাশ্মীরী লংকা গুঁড়ো, ৪ টেবিল চামচ দই, ২ টেবিল চামচ তেঁতুল গোলা, প্রয়োজন মত রান্নার জন্য সর্ষের তেল, ১ টেবিল চামচ ঘি, স্বাদ মত নুন মিষ্টি, এক কাপ চিনি ছাড়া লিকার চা

advertisement

রেসিপিঃ মাংসটাকে পাকা পেঁপে বাটা দিয়ে ৪-৬ ঘণ্টা ম্যারিনেট করতে হবে। একটা বড় কড়াইতে সরষের তেল দিয়ে গরম হলে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা,পাঁচফোড়ন,এলাচ,লবঙ্গ, দারচিনী দিতে হবে। সুন্দর গন্ধ বেরলে পেয়াজ কুচানোটা দিতে হবে। পেয়াজটা সোনালি রঙ ধরলে তাতে মাংস টা দিয়ে দিতে হবে। সঙ্গে নুন দিতে হবে। ১০-১৫ মিনিট রান্না করার পর মাংস টা রঙ পরিবর্তন হয়ে কালচে হতে শুরু করবে। মাংস টাকে কিন্তু সমানে নেড়ে যেতে হবে যেন তলায় বসে না যায়। তারপর ১ কাপ গরম জল দিতে হবে। আর পাত্র টা ঢাকা দিয়ে দিতে হবে। তারপর গ্যাস একেবারে কমিয়ে দিতে হবে। এভাবে ২ ঘণ্টা রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকা খুলে নেড়ে দিতে হবে। একটা পাত্রতে আদাবাটা, রসুনবাটা, লংকা বাটা, জিরেগুড়ো একসঙ্গে মেশাতে হবে। অন্য একটা পাত্রে ২ চামচ সরষের তেল গরম করে তাতে ওই মিক্সচার টা দিয়ে কষিয়ে নিতে হবে। তারপর সেটা মাংসের ওপর ঢেলে দিয়ে ভাল করে নেড়ে দিতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তারপর তাতে লংকাগুড়ো টা আর দই টা মেশাতে হবে। আর আধঘণ্টা রান্না করতে হবে। তারপর মাংস থেকে তেল ছাড়তে শুরু করবে। তখন এক কাপ চিনি ছাড়া লিকার চা সেটার মধ‍্যে দিয়ে দিন। তারপর মাংসের ওপর গরম মসলা ছড়িয়ে দিয়ে গ্যাস অফ করে দিতে হবে।

বাংলা খবর/ খবর/ফুড/
Recipe of Golbari Kosha Mangsho: এই এক উপকরণেই পাতে পড়বে গোলবাড়ির কষা মাংস, রইল ম্যাজিক রেসিপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল