অনেক ইতিহাসবিদদের মতে, ১৫৩৯-এ হুমায়ূনকে যুদ্ধে পরাজিত করে দিল্লির মসনদে এলেন সম্রাট শের শাহ সুরি। তখন হুমায়ূন সাহায্যের খোঁজে পাড়ি দিলেন ইরানে। শোনা যায়, ইরানের শাহ-কে উপহার হিসেবে হুমায়ূন নাকি দিয়েছিলেন একদল ভারতীয় বাবুর্চি! তাদের হাতের খিচুড়ি খেয়ে ইরানি বাদশা তো ফিদা! চলতে লাগল সংস্কৃতির দেওয়া নেওয়া। হুমায়ূনও ভালবেসে ফেললেন ইরানের মিষ্টি পদ- ফিরনি। এরপর, ১৫৫৫ সালে, শের শাহ'র মৃত্যুর পর, হুমায়ূন যখন ভারতে ফিরলেন, তখন তাঁর সঙ্গে বহু ইরানিও এসেছিলেন এদেশে। তাঁরাই মুঘল বাবুর্চিদের শেখালেন ফিরনি রান্নার কেতা! ধীরে ধীরে ইরানি ডেসার্ট হয়ে উঠল আমাদের ভীষণ কাছের একজন!
advertisement
ফিরনি হরেক রকম হয়। তবে সবথেকে লোভনীয়, কেশর ফিরনি। এই ইদে, ডাইনিং টেবিলে সবাইকে তাক লাগিয়ে দিন! বানিয়ে ফেলুন কেশর ফিরনি! বেশ সহজ! উপাদানও সাধারণ! ৪ জনের জন্য বানাতে লাগবে, সামান্য জাফরান, জলে ভিজিয়ে রাখা বাসমতি চাল: ৫০ গ্রাম, ১ কাপ চিনি, অর্ধেক চা চামচ ছোট এলাচের গুঁড়ো, কয়েক ফোঁটা গোলাপ জল আর ১ টেবিল চামচ পেস্তা কুচি।
এবার দুধ ফুটিয়ে, আঁচ কম করে দিন। ক্রমাগত নাড়তে থাকুন যাতে তলার দিকে ধরে না যায়। দুধ ঘন হতে দিন। অন্যদিকে, ভিজিয়ে রাখা চাল গুঁড়ো করে নিন। তবে, মসৃণ গুঁড়ো যেন না হয়। এমনভাবে গুঁড়ো করুন, যাতে মুখে দানা দানা লাগে।
এই চালে সামান্য দুধ মিশিয়ে গুলে নিন। এবার এই চাল দুধের মধ্যে মেশান। ক্রমাগত নাড়তে থাকুন, যাতে ডেলা না তৈরি হয়। চাল সেদ্ধ হয়ে গেলে জাফরান আর চিনি মিশিয়ে ফের নাড়তে থাকুন। ছোট এলাচগুঁড়ো, গোলাপ জল মেশান। এবার আঁচ থেকে নামিয়ে পেস্তা কুচি মেশান। চ্যাপ্টা মাটির পাত্র, যাকে বলে 'কাসোরি'-তে ঢেলে ফ্রিজে ঢুকিয়ে দিন।
আরও পড়ুন-ইদের খানাপিনা: আকবরের প্রিয় আকবর-ই-গোস্ত-এর রেসিপি
.quote-box { font-size: 18px; line-height: 28px; color: #767676; padding: 15px 0 0 90px; width:70%; margin:auto; position: relative; font-style: italic; font-weight: bold; }
.quote-box img { position: absolute; top: 0; left: 30px; width: 50px; }
.special-text { font-size: 18px; line-height: 28px; color: #505050; margin: 20px 40px 0px 100px; border-left: 8px solid #ee1b24; padding: 10px 10px 10px 30px; font-style: italic; font-weight: bold; }
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
@media only screen and (max-width:740px) {
.quote-box {font-size: 16px; line-height: 24px; color: #505050; margin-top: 30px; padding: 0px 20px 0px 45px; position: relative; font-style: italic; font-weight: bold; }
.special-text{font-size:18px; line-height:28px; color:#505050; margin:20px 40px 0px 20px; border-left:8px solid #ee1b24; padding:10px 10px 10px 15px; font-style:italic; font-weight:bold}
.quote-box img{width:30px; left:6px}
.quote-box .quote-nam{font-size:16px; color:#5f5f5f; padding-top:30px; text-align:right; font-weight:normal}
.quote-box .quote-nam span{font-weight:bold; color:#ee1b24}
}
