TRENDING:

চায়ে মিশিয়ে নিন হুইশকি ! ক্লান্তি দূর করতে ট্রাই করুন এই রেসিপি

Last Updated:

বাড়িতে লোকের সমাগম বা ঘরোয়া আড্ডা — চেনা ছকের বাইরে হুইস্কি চা বানিয়ে মন জয় করুন সকলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বাঙালির আড্ডা, অথচ চা নেই এমন কি হয়? বাড়িতে লোকের সমাগম বা ঘরোয়া আড্ডা — চেনা ছকের বাইরে হুইস্কি চা বানিয়ে মন জয় করুন সকলের। কী ভাবে বানাবেন এই চা, দেখে নিন তার সহজ উপায়।
advertisement

উপকরণ:

জল - ৫০০ লিটার

টি ব্যাগ - ৬টা

চিনি - ২ চা চামচ

পিচ নেকটার - ২ কাপ

হুইস্কি - আপনার পছন্দের

কাটা পিচ ফল আর পুদিনা পাতা

প্রণালী:

১. একটি পাত্রে জল ফোটান ৷ জল ফুটে গেলে গ্যাস থেকে সরিয়ে ফেলুন ৷ তারপর তাতে টি ব্যাগুলো ৫ মিনিট ভিজিয়ে রাখুন ৷ টি ব্যাগুলো সরিয়ে চিনি মিশিয়ে ফেলুন ৷

advertisement

২. লিকার ছেঁকে একটা বড় পাত্রে ঢেলে ফেলুন ৷ পিচ নেকটার মিসিয়ে ১ ঘন্টা ফ্রি়জে রেখে দিন ৷

৩. লম্বা গ্লাসে বরফ দিন, তাতে পিচ চা ঢেলে দিন উপরের দিকটা ফাঁকা রেখে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

৪. এক শট হুইস্কি মিশিয়ে কাটা পিচ ফল আর পুদিনা পাতা সাজিয়ে পরিবেশন করুন ৷

বাংলা খবর/ খবর/রেসিপি/
চায়ে মিশিয়ে নিন হুইশকি ! ক্লান্তি দূর করতে ট্রাই করুন এই রেসিপি