কী কী লাগবে
আপেল-১টা বড় (ডুমো করে কাটা)
কলা-১টা (স্লাইস করা)
আঙুল-আধ কাপ
তরমুজ-দেড় কাপ (ডুমো করে কাটা)
পেঁপে-দেড় কাপ (ডুমো করে কাটা)
বেদানা-আধ কাপ
কমলা বা মোসাম্বি-১ কাপ (ছাড়ানো)
আনারস-১ কাপ (ডুমো করে কাটা)
বিট নুন-আধ চা চামচ
ভাজা জিরে গুঁড়ো-আধ চা চামচ
চাট মশলা-আধ চা চামচ
advertisement
গোলমরিচ গুঁড়ো-আধ চা চামচ
কীভাবে বানাবেন
একটা বড় কাচের বাটিতে সব ফল একসঙ্গে নিয়ে উপরে সব মশলা ছড়িয়ে দিন৷ ভাল করে মিশিয়ে ফ্রিজে রাখুন ২-৩ ঘণ্টা৷ ঠান্ডা ঠান্ডা খান ফ্রুট চাট৷
Location :
First Published :
April 26, 2019 4:09 PM IST
