TRENDING:

গরমে রোজ খান এই পুষ্টিকর কোল্ড স্যালাড

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গরমকালে রোজ খাওয়া উচিত স্যালাড৷ স্যালাড মানেই কিন্তু তাজা সব্জি দিয়ে স্যালাড নয়৷ বাড়িতে থাকা আলু, পেঁয়াজ দিয়েও বানিয়ে খেতে পারেন কোল্ড স্যালাড৷
advertisement

কী কী লাগবে

আলু- ৫,৬টা মাঝারি সাইজের

মেয়োনিজ- ১ কাপ

ভিনিগার- ২ টেবল চামচ

নুন-দেড় চা চামচ

চিনি-১ চা চামচ

গোলমরিচ গুঁড়ো-সিকি চা চামচ

সেলারি কুচি-১ কাপ

পেঁয়াজ কুচি-আধ কাপ

সিদ্ধ ডিম-২টো

কীভাবে বানাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

আলু ভাল করে সিদ্ধ করে নিন৷ আঁচ কমিয়ে চাপা দিয়ে অন্তত ১০ মিনিট সিদ্ধ করতেই হবে৷ জল থেকে তুলে খোসা ছাড়িয়ে আলু ঠান্ডা করে ডুমো করে কেটে নিন৷ অন্যদিকে মেয়োনিজ, ভিনিগার, নুন, চিনি ও গোলমরিচ একটা বাটিতে ভাল করে মিশিয়ে নিন৷ এর মধ্যে আলু, সেলারি, পেঁয়াজ কুচি ও সিদ্ধ ডিম টুকরো করে কেটে মেশান৷ ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন৷ ঠান্ডা ঠান্ডা খান এই স্যালাড৷

advertisement

বাংলা খবর/ খবর/রেসিপি/
গরমে রোজ খান এই পুষ্টিকর কোল্ড স্যালাড