কী কী লাগবে
কমলা-১টা
লেবু-অর্ধেকটা
ব্রাউন সুগার-২ চা চামচ
পুদিনা পাতা-১০টা
ক্রাশড আইস
সোডা ওয়াটার
ম্যান্ডারিন লিকার-১০ মিলি
গোল্ড রাম-৪০ মিলি
কীভাবে বানাবেন
কমলা, লেবুর রস আর ব্রাউন সুগার একসঙ্গে লম্বা গ্লাসে নিয়ে মাডল করুন৷ পুদিনা পাতা দুহাতের চেটোতে নিয়ে ডলে নিন৷ এবার গ্লাসে পুদিনা পাতা, রাম ও ক্রাশড আইস দিয়ে গ্লাস অর্ধেক ভরতি করুন৷ বাকিটা গ্লাস সোডা ওয়াটার, লিকার ও বাকি ক্রাশড আইস দিয়ে ভরতি করুন৷ গ্লাস কমলার খোসা দিয়ে, পুদিনা দিয়ে গার্নিশ করে পরিবেশন করুন৷
advertisement
Location :
First Published :
January 11, 2019 4:02 PM IST
