TRENDING:

একঘেয়ে ফ্রায়েড রাইস খেয়ে ক্লান্ত? শিখে নিন মাশরুম ফ্রায়েড রাইসের রেসিপি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাড়িতে হঠাৎ অতিথি এসে গেলে সহজেই বানিয়ে ফেলা যায় ফ্রায়েড রাইস৷ কিন্তু চিকেন বা চিংড়ি দিয়ে ফ্রায়েড রাইস বানাতে যেমন পরিশ্রম রয়েছে, তেমনই বাড়িতে চিকেন বা চিংড়ি না থাকলেও সমস্যা৷ ভেজ বা এগ ফ্রায়েড রাইসেই ভরসা রাখতে হয়৷ শিখে রাখুন মাশরুম ফ্রায়েড রাইস৷ সহজেই বানিয়ে ফেলা যায়৷
advertisement

কী কী লাগবে

সিদ্ধ চাল-২ কাপ

মাশরুম-৪ কাপ

অলিভ অয়েল-২ টেবল চামচ

থাইম- আধ চামচ

অরিগ্যানো-আধ চামচ

পেঁয়াজকলি-৩,৪ আঁটি কুচনো

রসুন কুচি-১ চা চামচ

নুন, গোলমরিচ গুঁড়ো- স্বাদ মতো

কীভাবে বানাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বড় ননস্টিক প্যানে মাঝারি আঁচে তেল গরম করুন৷ রসুন কুচি দিয়ে কিছুক্ষণ সতে করুন৷ কিছুটা পেঁয়াজকলি কুচি দিয়ে নাড়তে থাকুন৷ স্বচ্ছ হতে থাকলে মাশরুম দিন৷ নাড়তে থাকুন যতক্ষণ না মাশরুম জল ছাড়ছে৷ জল ছেড়ে মাশরুম শুকনো হয়ে গেলে গোলমরিচ, থাইম ও অরিগ্যানো দিয়ে ভাল করে মেশান৷ এবার ভাত ও নুন দিয়ে ভাল করে নাড়তে থাকুন৷ ভাত আর মাশরুম ভাল করে মিশে গেলে ওপরে পেঁয়াজকলি কুচি ছড়িয়ে নামিয়ে নিন৷

advertisement

বাংলা খবর/ খবর/রেসিপি/
একঘেয়ে ফ্রায়েড রাইস খেয়ে ক্লান্ত? শিখে নিন মাশরুম ফ্রায়েড রাইসের রেসিপি