কী কী লাগবে
সিদ্ধ চাল-২ কাপ
মাশরুম-৪ কাপ
অলিভ অয়েল-২ টেবল চামচ
থাইম- আধ চামচ
অরিগ্যানো-আধ চামচ
পেঁয়াজকলি-৩,৪ আঁটি কুচনো
রসুন কুচি-১ চা চামচ
নুন, গোলমরিচ গুঁড়ো- স্বাদ মতো
কীভাবে বানাবেন
বড় ননস্টিক প্যানে মাঝারি আঁচে তেল গরম করুন৷ রসুন কুচি দিয়ে কিছুক্ষণ সতে করুন৷ কিছুটা পেঁয়াজকলি কুচি দিয়ে নাড়তে থাকুন৷ স্বচ্ছ হতে থাকলে মাশরুম দিন৷ নাড়তে থাকুন যতক্ষণ না মাশরুম জল ছাড়ছে৷ জল ছেড়ে মাশরুম শুকনো হয়ে গেলে গোলমরিচ, থাইম ও অরিগ্যানো দিয়ে ভাল করে মেশান৷ এবার ভাত ও নুন দিয়ে ভাল করে নাড়তে থাকুন৷ ভাত আর মাশরুম ভাল করে মিশে গেলে ওপরে পেঁয়াজকলি কুচি ছড়িয়ে নামিয়ে নিন৷
advertisement
Location :
First Published :
April 24, 2019 3:21 PM IST
