TRENDING:

একঘেয়ে ফ্রায়েড রাইস খেয়ে ক্লান্ত? শিখে নিন মাশরুম ফ্রায়েড রাইসের রেসিপি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাড়িতে হঠাৎ অতিথি এসে গেলে সহজেই বানিয়ে ফেলা যায় ফ্রায়েড রাইস৷ কিন্তু চিকেন বা চিংড়ি দিয়ে ফ্রায়েড রাইস বানাতে যেমন পরিশ্রম রয়েছে, তেমনই বাড়িতে চিকেন বা চিংড়ি না থাকলেও সমস্যা৷ ভেজ বা এগ ফ্রায়েড রাইসেই ভরসা রাখতে হয়৷ শিখে রাখুন মাশরুম ফ্রায়েড রাইস৷ সহজেই বানিয়ে ফেলা যায়৷
advertisement

কী কী লাগবে

সিদ্ধ চাল-২ কাপ

মাশরুম-৪ কাপ

অলিভ অয়েল-২ টেবল চামচ

থাইম- আধ চামচ

অরিগ্যানো-আধ চামচ

পেঁয়াজকলি-৩,৪ আঁটি কুচনো

রসুন কুচি-১ চা চামচ

নুন, গোলমরিচ গুঁড়ো- স্বাদ মতো

কীভাবে বানাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন

বড় ননস্টিক প্যানে মাঝারি আঁচে তেল গরম করুন৷ রসুন কুচি দিয়ে কিছুক্ষণ সতে করুন৷ কিছুটা পেঁয়াজকলি কুচি দিয়ে নাড়তে থাকুন৷ স্বচ্ছ হতে থাকলে মাশরুম দিন৷ নাড়তে থাকুন যতক্ষণ না মাশরুম জল ছাড়ছে৷ জল ছেড়ে মাশরুম শুকনো হয়ে গেলে গোলমরিচ, থাইম ও অরিগ্যানো দিয়ে ভাল করে মেশান৷ এবার ভাত ও নুন দিয়ে ভাল করে নাড়তে থাকুন৷ ভাত আর মাশরুম ভাল করে মিশে গেলে ওপরে পেঁয়াজকলি কুচি ছড়িয়ে নামিয়ে নিন৷

advertisement

বাংলা খবর/ খবর/রেসিপি/
একঘেয়ে ফ্রায়েড রাইস খেয়ে ক্লান্ত? শিখে নিন মাশরুম ফ্রায়েড রাইসের রেসিপি