TRENDING:

লক্ষ্মীপুজোয় এই লাবড়া এবার ট্রাই করুন !

Last Updated:

দুর্গাপুজো শেষ ৷ আর এবার কোজাগরি লক্ষ্মীপুজোর পালা ৷ ঘরে ঘরে সবাই মেতে উঠবেন লক্ষ্মী ঠাকুরের আরধনায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: দুর্গাপুজো শেষ ৷ আর এবার কোজাগরি লক্ষ্মীপুজোর পালা ৷ ঘরে ঘরে সবাই মেতে উঠবেন লক্ষ্মী ঠাকুরের আরধনায় ৷ আর লক্ষ্মীপুজো মানেই খিচুড়ি ভোগ ও লাবড়া ৷ এবার লক্ষ্মীপুজোয় ট্রাই করুন এই লাবড়াটি৷
advertisement

লাগবে কী কী

ফুলকপি ১টা মাঝারি, আলু ১টা খোসা ছাড়িয়ে ডুমো করে কাটা, বেগুন ১টা মাঝারি লম্বা করে কেটে নিন, কুমড়ো ডুমো করে কাটা দেড় কাপ, ছোট লাল মুলো ১ কাপ, কিছু ফুলকপির পাতা ও ডাঁটা ন।

হলুদ গুঁড়ো ১ চা চামচ, পাঁচ ফোড়ন ১ চা চামচ, সর্ষের তেল ১ টেবল চামচ, শুকনো লঙ্কা ২ টা, হিং ১ চিমটি, নুন, পরিমান মতো এবং কিছু ভাজা বড়ি গুঁড়ো করে নিতে হবে।

advertisement

কীভাবে রাঁধবেন

ফুলকপি ছাড়িয়ে পাতা ও ডাঁটা সমেত ৩ মিনিট গরম জলে ভাপিয়ে নিন। জল ঝরিয়ে তুলে রাখুন। কড়াইতে তেল গরম করে পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা ও হিং ফোড়ন দিয়ে দিন।

সেরা ভিডিও

আরও দেখুন
বয়স মাত্র ৯! চোখে দৃষ্টি শক্তি নেই, ছোট্ট মৈত্রী'র জীবন আলো করে রয়েছে গান!
আরও দেখুন

কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিন। এবার তেলে ফুলকপি দিয়ে সোনালি করে ভেজে নিন। এরপর এতে আলু দিয়ে ভাজতে থাকুন। হালকা সোনালি রং ধরলে নুন ও হলুদ গুঁড়ো মেশান।

advertisement

বাংলা খবর/ খবর/রেসিপি/
লক্ষ্মীপুজোয় এই লাবড়া এবার ট্রাই করুন !