কী কী লাগবে
কাঁচা পেয়ারা-৬টা (টুকরো করে কাটা)
আপেল-আধ কাপ (টুকরো করে কাটা)
সিদ্ধ আলু-১/৪ কাপ (ডুমো করে কাটা)
নুন-স্বাদ মতো
লেবুর রস-২টো লেবুর
চিনি-১/৪ চা চামচ
কাঁচালঙ্কা-৪টে মিহি করে কুচনো
ধনেপাতা কুচি-১ চা চামচ
পুদিনা পাতা কুচি-১চা চামচ
কীভাবে বানাবেন
সব উপকরণ একসঙ্গে বাটিতে মেশান৷ ফ্রিজে রেখে দিন৷ ঠান্ডা ঠান্ডা খান কাঁচা পেয়ারার চাট৷
advertisement
Location :
First Published :
May 03, 2019 4:01 PM IST
