TRENDING:

রইল এক নতুন রেসিপি ফিশ পোলাও

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পোলাও মানেই নিরামিষ বা মাংসে পোলাও নয়৷ স্বাদ বদলাতে শিখে রাখুন মাছের পোলাও
advertisement

কী কী লাগবে

আধসেদ্ধ চাল-১ কাপ

ভেটকি মাছের ফিলে-৩০০ গ্রাম

হলুদ গুঁড়ো-আধ চা চামচ

লঙ্কা গুঁড়ো-১ চা চামচ

নুন-১ চা চামচ

রসুন বাটা-১ চা চামচ

আদা বাটা-১ চা চামচ

পেঁয়াজ বাটা-আধ কাপ

গরম মশলা-১/৪ চা চামচ

দই-১ কাপ

ক্রিম-১/৪ কাপ

ধনেপাতা কুচি-২ টেবল চামচ

ভাজা পেঁয়াজ-১/৪ কাপ

তেল-ভাজার জন্য

advertisement

কীভাবে বানাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
ঘাটালবাসীর ভোগান্তি অতীত! মাস্টার প্ল্যানের অংশ হিসেবে শুরু হল জরুরি খাল সংস্কারের কাজ
আরও দেখুন

হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন, আদা, রসুন, পেঁয়াজ, গরম মশলা ও আধ কাপ দই একসঙ্গে মিশিয়ে নিন৷ এই মিশ্রণে মাছ ম্যারিনেট করে আধ ঘণ্টা রাখুন৷ প্যানে তেল গরম করে মাছ বাদামি করে ভেজে নিন৷ যেন নরম হয়ে যায়৷ আঁচ থেকে তুলে নিয়ে বাকি দই, ক্রিম ও ধনেপাতার সঙ্গে মিশিয়ে নিন৷ এবার প্যানে অর্ধেকটা বিছিয়ে দিন৷ তারওপর মাছ রেখে বাকি চাল দিয়ে ঢাকা দিয়ে দিন৷ চাপা দিয়ে ঢিমে আঁচে ২০-৩০ মিনিট রাখুন৷ ওপরে ভাজা পেঁয়াজ ছড়িয়ে পরিবেশন করুন৷

advertisement

বাংলা খবর/ খবর/রেসিপি/
রইল এক নতুন রেসিপি ফিশ পোলাও