TRENDING:

গরমকালে শরীর ঠান্ডা রাখবে দইবড়া

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দইবড়া উত্তর ভারতীয় খাবার হলেও সারা দেশই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে৷ গরমকালে শরীর ভাল রাখতেও উপকারি ঠান্ডা, পুষ্টিকর দইবড়া৷ শিখে নিন রেসিপি৷
advertisement

কী কী লাগবে

বিউলির ডাল-৫০০ গ্রাম

বেকিং পাউডার-আধ চা চামচ

দই-২ কাপ

লঙ্কা গুঁড়ো-আধ চা চামচ

কালো নুন-সিকি চা চামচ

নুন-স্বাদ মতো

রিফাইন্ড অয়েল-১ কাপ

চিনি-১ চা চামচ

গোটা জিরে-২ টেবল চামচ

চাট মশলা-১ টেবল চামচ

গার্নিশের জন্য

আদা-২ ইঞ্চি

ধনেপাতা কুচি-১ মুঠো

কাঁচালঙ্কা-২টো

তেঁতুলের ক্কাথ-২ টেবল চামচ

advertisement

কীভাবে বানাবেন

বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রাখুন৷ সামান্য জল দিয়ে ঘন করে বেটে নিন ডাল৷ এবার নুন, বেকিং পাউডার দিয়ে ডাল ভাল করে ফেটিয়ে নিন যাতে ফেঁপে ওঠে৷ প্যানে তেল গরম করুন৷ ডাল বাটা অল্প অল্প করে বড়া সোনালি করে ভেজে তুলুন৷ ভাজা বড়া জলে দিয়ে ১৫-২০ মিনিট ভিজে জল শুষে নিতে দিন৷ এবার দুহাতের তালুর চাপে বড়া থেকে জল বের করে দিন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

দই চিনি ও নুন দিয়ে ভাল করে ফেটিয়ে নিন৷ গোটা জিরে শুকনো খোলায় ভেজে নিন যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে৷ ভাজা জিরে গুঁড়ো করে নিন৷ ধনেপাতার সঙ্গে কাঁচালঙ্কা বেটে গ্রিন চাটনি বানিয়ে নিন৷ আদা একদম সরু, পাতলা করে কেটে নিন৷ পরিবেশন করার প্লেটে বড়া রেখে ওপরে ফেটানো দই দিয়ে বড়া ঢেকে দিন৷ ওপরে চাট মশলা, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো ছড়িয়ে দিন৷ এবার তেঁতুল জল, গ্রিন চাটনি দিয়ে আদা কুচি ছড়িয়ে পরিবেশন করুন৷

advertisement

বাংলা খবর/ খবর/রেসিপি/
গরমকালে শরীর ঠান্ডা রাখবে দইবড়া