TRENDING:

বাচ্চাদের মুখরোচন টিফিন দিতে শিখে রাখুন চিজ কর্ন স্যান্ডউইচ

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
স্যান্ডউইচ এমনই একটা স্ন্যাক্স যা বড়রা যেমন খেতে ভালবাসে, তেমনই পছন্দ করে বাচ্চারা৷ আজ শিখে নিন সহজ চিজ, কর্ন স্যান্ডউইচ৷
advertisement

কী কী লাগবে

ব্রাউন ব্রেড-১০টা

কাঁচালঙ্কা-৫,৬টা

আদা-১ ইঞ্চি কুচনো

ধনেপাতা কুচি-৪ আঁটি

নুন-১ চামচ

চাট মশলা-১ টেবল চামচ

মাখন-৩ টেবল চামচ

চিজ স্লাইস-৫টা

ভুট্টা-১টা গোটা

চিনি-১ টেবল চামচ

কীভাবে বানাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভুট্টা সিদ্ধ করে নিন৷ নরম হয় যেন৷ আদা, ধনেপাতা, কাঁচালঙ্কা একসঙ্গে কুচিয়ে নিন৷ নুন, চাট মশলা, চিনি ছড়িয়ে একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন৷ এবার এই মিশ্রণ খুব ভাল করে কর্নের সঙ্গে মিশিয়ে নিন৷ ব্রাউন ব্রেডের ওপর চিজ স্লাইস দিন৷ এর ওপর কর্নের মিশ্রণ দিন৷ উপরে আরেকটা ব্রেড চাপা দিয়ে গ্রিল করে নিন৷ সস বা চাটনি দিয়ে খান৷

advertisement

বাংলা খবর/ খবর/রেসিপি/
বাচ্চাদের মুখরোচন টিফিন দিতে শিখে রাখুন চিজ কর্ন স্যান্ডউইচ