TRENDING:

দোলের মজা জমুক ভাং পকোড়ায়

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দোল মানেই নেশা করার দিন৷ ঠান্ডাই, পকোড়ায় লুকিয়ে ভাং মিশিয়ে বন্ধুদের সঙ্গে মজা না করলে আর দোলের আনন্দ কী! শিখে নিন কীভাবে ভাং মেশাবেন পকোড়ায়৷
advertisement

কী কী লাগবে

বেসন-২ কাপ

গুঁড়ো হলুদ-১/২ চা চামচ

আমচূড় গুঁড়ো-১ চা চামচ

পেঁয়াজ-৩টে মাঝারি(স্লাইস করা)

রিফাইন্ড অয়েল-২ কাপ

নুন- ২ চা চামচ

লঙ্কা গুঁড়ো-১/২ চা চামচ

ভাঙের গুঁড়ো-১ চা চামচ

আলু-৪টে ডুমো করে কাটা

কীভাবে বানাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বেসন, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আমচূড়, ভাং গুঁড়ো ও জল একসঙ্গে মেশান৷ এর সঙ্গে পেঁয়াজ কুচি ও আলু মেশান৷ যদি ঝাল ভালবাসেন মেশাতে পারেন কাঁচালঙ্কা কুচি৷ কিছুক্ষণ রেখে দিন মিশ্রণ৷ প্যানে রিফাইন্ড অয়েল গরম করুন৷ হাতা করে তুলে অল্প অল্প করে ব্যাটার দিন তেলে৷ দুপিঠ উল্টেপাল্টে মাঝারি আঁচে সোনালি করে ভেজে তুলুন ভাং পকোড়া৷ টিস্যুতে রেখে অতিরিক্ত তেল শুষে নিন৷ পুদিনা চাটনির সঙ্গে পরিবেশন করুন ভাং পকোড়া৷

advertisement

বাংলা খবর/ খবর/রেসিপি/
দোলের মজা জমুক ভাং পকোড়ায়