‘ট্র্যাভেলখানা’ নামে এক সংস্থার সঙ্গে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে IRCTC। আর সেখান থেকেই পাওয়া যাচ্ছে এই সুবিধে। তবে শুরুতে দেশের ৩৭টি বড় স্টেশনে এই সুবিধে মিলবে বলে সংস্থাটির তরফে জানানো হয়েছে।
#নয়াদিল্লি : তৎকালে টিকিট কেটে উঠে পড়েছেন ট্রেনে ? প্রিয়জনদের জন্য মিষ্টি কেনা হয়নি ? কোনও চিন্তা নেই ৷ ট্রেনে বসেই এবার পাওয়া যাবে মিষ্টির প্যাকেট ৷ একটি বিশেষ অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে আপনি দিতে পারেন আপনার প্রিয় মিষ্টির অর্ডার। গন্তব্যে পৌঁছনোর আগেই হাতে পেয়ে যাবন আপনার মিষ্টির প্যাকেট ! এটা সম্ভব হচ্ছে, কারণ ‘ট্র্যাভেলখানা’ নামে এক সংস্থার সঙ্গে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছে IRCTC। আর সেখান থেকেই পাওয়া যাচ্ছে এই সুবিধে। তবে শুরুতে দেশের ৩৭টি বড় স্টেশনে এই সুবিধে মিলবে বলে সংস্থাটির তরফে জানানো হয়েছে। তালিকায় রয়েছে হাওড়া স্টেশনও। সংস্থার সিইও পুষ্পিন্দর সিং জানিয়েছেন, এই পরিষেবা সাময়িক ভাবে ৩৭টি রেল স্টেশনে দেওয়া হচ্ছে। পরে তা বাকি স্টেশনেও পাওয়া যাবে। লাড্ডু, শাহি রাবড়ি, রাজওয়ারি ক্ষীর- সহ আরও রকমারি মিষ্টি পাওয়া যাচ্ছে এই পরিষেবায়।