TRENDING:

বাজারে নতুন ইলিশ, ট্রাই করুন নতুন রেসিপি

Last Updated:

রিমঝিম বর্ষা, আর পাতে ইলিশ ৷ পেটপুজোর এই ব্যঞ্জন খুব কম মানুষেরই অপছন্দ হয়তো ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: রিমঝিম বর্ষা, আর পাতে ইলিশ ৷ পেটপুজোর এই ব্যঞ্জন খুব কম মানুষেরই অপছন্দ হয়তো ৷ আর যাঁরা ইলিশ ভালোবাসেন ৷ তারা তো নানা অজুহাতে, নানা রেসিপিতে পেতে চান এই ইলিশকে ৷ সেরকমই কিছু খাদ্যরসিক মানুষদের জন্য রইল ইলিশের এক নতুন রেসিপি ৷ রেসিপির নাম ‘লেবু ইলিশ’ ৷
advertisement

কী কী লাগবে--

১. ইলিশ মাছ ৬-৭ টুকরা, ২. পেঁয়াজবাটা ১ কাপ, ৩. তেল আধা কাপ, ৪. হলুদ সামান্য, ৬. আস্ত কাঁচা লঙ্কা ফালি ৪-৫টি, ৭. নুন পরিমাণমতো, ৮. লেবুর রস কোয়ার্টার কাপ, ৯. আদাবাটা ১ চা-চামচ, ১০. লেবুর খোসা (গ্রেট করা) আধা চা-চামচ

রাঁধুন এভাবে--

সেরা ভিডিও

আরও দেখুন
চিনি-গুড়ের রসে তো অনেক হল! রসগোল্লায় এবার মিলছে কাঁচা লঙ্কার ঝাল স্বাদ
আরও দেখুন

লেবুর খোসা বাদে সব উপকরণ মাখিয়ে মাছের টুকরোগুলো ৩০ মিনিট রেখে দিন। মেরিনেট করা মাছ মৃদু আঁচে ওভেনে বসিয়ে ঢেকে দিন। ৭-৮ মিনিট পর মাছগুলো উল্টে দিয়ে আবার ঢেকে দিন। মাখা মাখা হলে লেবুর খোসা ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশ করুন ৷

advertisement

বাংলা খবর/ খবর/রেসিপি/
বাজারে নতুন ইলিশ, ট্রাই করুন নতুন রেসিপি