TRENDING:

রবিবার চট জলদি বানিয়ে ফেলুন আখনি বিরিয়ানি! রইল টিপস!

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কাল রবিবার বাড়িতেই চটপট বানিয়ে ফেলুন বিরিয়ানি। সহজেই বানানো যায় এই বিরিয়ানি। দেখে নিন কী কী লাগবে---
advertisement

চিনিগুঁড়ো চাল: ২ কেজি, মাংস: ৪ কেজি, পিঁয়াজ কুচি: ২ কেজি, রসুন বাটা: ২০০ গ্রাম, আদা বাটা: ২০০ গ্রাম, সাদা সরিষা: ৫০ গ্রাম, চিনাবাদাম: ৫০ গ্রাম, নারকেল কুচি: ২০০ গ্রাম, লঙ্কা গুঁড়ো: স্বাদ মতো, হলুদ গুঁড়ো: ২ টেবিল চামচ, গরম মশলা: পরিমাণ মতো, টম্যাটো: ১ কেজি, কাঁচলঙ্কা: ১০-১২টা, তেল: ১ কাপ, ঘি: ১ কাপ,জিরা গুঁড়ো: ১ টেবিল চামচ, ধনে গুঁড়ো: ১ টেবিল চামচ টকদই: ২ কাপ লবণ ও গরম জল: পরিমাণ মতো।

advertisement

মশলা বানানোর উপকর‍ণ:মুখ চেরা এলাচি: ১০টি, দারুচিনি (২ ইঞ্চি): ৪ টুকরো, লবঙ্গ: ১০টি, জায়ফল: ১টি, জয়ত্রী: ২ টেবিল চামচ, শাহি জিরা: ২ চা চামচ, কেওড়া: ২ টেবিল চামচ,গোলাপজল: ২ টেবিল চামচ।

প্রদ্ধতি: চাল ও মাংস ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। গরম জল ছাড়া মাংসে ১ নং উপকরণের মশলা, তেল ও ঘি মেখে আঁচে বসাতে হবে। মাঝারি আঁচে মাংস রান্না করতে হবে। মাঝেমধ্যে নেড়ে দিতে হবে। সেদ্ধ হলে চাল মাংসে ঢেলে দিয়ে পাঁচ মিনিট কষাতে হবে। এ বার পরিমাণ মতো গরম জল দিতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৭০০ টাকায় শুরু, এখন মাসে হাজার হাজার টাকা রোজগার 'এই' গৃহবধূর! তাঁর সাফল্যে অনুপ্রণিত বহু
আরও দেখুন

মশলা বানানোর উপকরণ–এর মশলা তাওয়ায় ভেজে গুঁড়ো করে নিতে হবে। চাল ও মাংসের জল শুকিয়ে এলে গুঁড়ো মশলা দিয়ে দমে বসাতে হবে। চাল ফুটে উঠলে কেওড়া ও গোলাপ জল দিতে হবে। কিছু ক্ষণ দমে দিয়ে নামিয়ে নিতে হবে। বিরিয়ানি গরম গরম পরিবেশন করুন।

বাংলা খবর/ খবর/রেসিপি/
রবিবার চট জলদি বানিয়ে ফেলুন আখনি বিরিয়ানি! রইল টিপস!