সাজানো মণ্ডপ দেখে বাহবা তো জোটে, কিন্তু নেপথ্যে কারা থাকে? েয কারিগরদের শক্তিতে ধীরে ধীরে পূর্ণতা পায় সৃষ্টি, তাঁরা আড়ালেই থেকে যান... সৃষ্টিই হয়ে ওঠে মুখ.. শক্তিগুলো অচেনা থেকে যায়.. অাবছা হয়ে যায়... অন্ধকারের উৎস থেকে শক্তিদের তুলে আনছে ভবানীপুর মুক্তদল। বাঁশ দিয়ে প্রতীকী ভাবনা ভেেবছেন শিল্পী। বাঁশের কাঠামোয় দাঁড়িয়ে থাকে বিশাল মণ্ডপ। কিন্তু বাঁশের কদর কোথায়? ভবানীপুর মুক্তদলের মণ্ডপটাই তৈরি হচ্ছে বাঁশ দিয়ে। বাংলা, অসম আর ত্রিপুরার বাঁশে সাজছে রং-তুলিতে। কুটিরশিল্পকে গুরুত্ব দিতেই এবারের থিম সৃষ্টির উল্লাসে বাংলা।
advertisement
সাত মাস ধরে মণ্ডপ সাজানোর কাজ করছে ভবানীপুর মুক্তদল। স্টুডিওতেও কাজ করেেছন শিল্পী। কুড়ি জন কারিগরের হাতযশে সৃষ্টি সুখের উল্লাসে মেতেছে পুজো। পুজোর এবার সত্তর বছর।
আড়ালে নয়... অন্ধকারে নয়... সৃষ্টি যেমন আলোয় আসে.. তেমনি আলো ফুটুক কারিগরদের জীবনেও। পুজোর আলোয় শক্তিগুলোও হাসুক... দুঃখ-যন্ত্রণা মুছে যাক কারিগরদের। সেই প্রার্থনার মন্ত্রই জপছে ভবানীপুর মুক্ত দল।