মণ্ডপে ঢুকলেই বলতে ইচ্ছে করবে, সবুজ সকাল দিন... তোমার কাছে ঋণ...এখানে পুজো আসছে সবুজের ছায়ায়... বাইরে যখন ধুলো আর দূষণের ভারী বাতাস.. মণ্ডপের ভিতরে নাকে সবুজের টাটকা গন্ধ...
হাওড়ার সালকিয়া বারোয়ারির মণ্ডপ সাজছে গাছ দিয়ে। ১৪৭ বছরের পুজোয় এবারের ভাবনা ‘ধংস থেকে নতুনের উত্থান’।
প্রথমে অন্য ভাবনা নিয়ে মণ্ডপের কাজ এগোচ্ছিল। হঠাৎই পৃথিবীর ফুসফুস জ্বলেপুড়ে খাক। আমাজনের অগ্নিকাণ্ডের পরেই ভাবনায় বদল। সাবেকি পুজোতে থিম ভাবনায় সবুজের বার্তা। এলাকার এক ছাত্রীর পরামর্শে আবর্জনা থেকে প্লাস্টিকের বোতল সংগ্রহ করে তার ভিতরেই শুরু হয়েছে গাছ লাগানো। পুজোয় মণ্ডপ ও গোটা এলাকাকে গাছের সাজ দিতে চলছে ব্যস্ততা। পুজো হওয়ার পরেও গাছ নিয়ে পরিকল্পনা আছে উদ্যোক্তােদর।
advertisement
প্রথা মেনে পুরোন এই পুজোর ভাসান হয় এলাকার মানুষের কাঁধে চেপে। সেই নিয়মে নড়চড় নেই। তবে প্রতিবারই পরিবেশ ও সমাজ সচেতনতায় নতুন ভাবনায় মেতে ওঠে সালকিয়া বারোয়ারি।