বাড়ি
এমন গম্ভীর লোক, সই নিতে সাহস করিনি।
দেখেছি ভাস্কর্য ভেবে, নতমুখ, দূরের টেবিলে...
কিছু মগ্ন কাটাকুটি, কিছু বা হয়তো উদাসীনই
ধুতি-পাঞ্জাবির রোদ উপচে ওঠে সোজা হাঁটা দিলে।
এমন গম্ভীর লোক, কী করে যে লেখেন ওরকম!
আমরা, পাঠকগুচ্ছ, শব্দে করি জীবন আদায় -
উপন্যাস শেষ হয়নি। শ্বাস ছেড়ে জিরোচ্ছে কলম।
advertisement
পাতা মুড়ে রাখি আমরা, সেই ফাঁকে বাড়ি বদলে যায়...
---শ্রীজাত
কবির অনুমতিতে ফেসবুক থেকে সংগৃহীত
Location :
First Published :
July 30, 2018 3:07 PM IST