যেখানেই যেতেন ছবি তুলতেন। নিজের ছবির সেটেও অনেক ছবি তুলতেন কিশোর কুমার। সেই ক্যামেরা নিয়ে কিশোর কুমার পৌঁছে গেলেন বোড়ালের শুটিং স্পটে। একদিকে ডাইরেকশন দিচ্ছেন সত্যজিৎ রায় অন্যদিকে কিশোর কুমার ক্যামেরাবন্দি করছেন সেই সব মুহূর্ত। সেই দুর্লভ কিছু ছবি এখনও রয়েছে গঙ্গোপাধ্যায় পরিবারের কাছে। তবে পরবর্তীকালে কিশোর কুমারের সেই ৪mm ক্যামেরা অবশ্য চুরি হয়ে যায় বাড়ি থেকেই।
advertisement
আরেকটি অসাধারণ গল্প অমিত কুমারের মুখে শোনা যায়। তা হল, 'পথের পাঁচালী' তখন রিলিজ হয়ে গিয়েছে। কান চলচ্ছিত্র উৎসবে সমাদৃত 'পথের পাঁচালী'। দেশের অনেক প্রেক্ষাগৃহেই চলছে ছবি। সেই সময় 'ভাই ভাই' ছবির জন্য চেন্নাইয়ের এক স্টুডিওতে শুটিং করছেন কিশোর কুমার। আর তার পাশের স্টুডিওতে শুটিংয়ে ব্যস্ত রাজ কাপুর। 'পথের পাঁচালী' দেখার জন্য তখন কিশোর কুমার সঙ্গে নিলেন রাজ কাপুরকে। দুজনে গিয়েই চেন্নাইয়ের প্রেক্ষাগৃহে দেখেছিলেন 'পথের পাঁচালী'। রাজকাপুর এই ছবি দেখে বেশ আপ্লুত হয়েছিলেন বলে শোনা যায়। লকডাউনে এরকমই ছোট ছোট দারুণ গল্প নেটিজেনদের জন্য শেয়ার করেছেন অমিত কুমার নিজেই যা তিনি শুনেছিলেন বাবা কিশোর কুমারের থেকে।