TRENDING:

পুজোর আগে চুলের যত্নের ঘরোয়া টোটকা ! অবশ্যই হেয়ার স্পা করুন

Last Updated:

বাড়িতেও হেয়ার স্পা করতে পারেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পুজো আসতে আর মাত্র কয়েকটা দিন দেরি। পুজোর কেনাকাটাও শেষ। ষষ্টী থেকে দশমী কোন দিন কি পোশাক পড়বেন তা তো ঠিক করেই ফেলেছেন। তার সঙ্গে কেমন সাজবেন তাও ভাবা হয়ে গিয়েছে। কিন্তু পোশাক ও সাজের সঙ্গে চুলের সাজটাই কিন্তু প্রয়োজনীয়। তার আগে দরকার চুলের যত্ন। না হলে পুজোর দিন সব সাজই মাটি।
advertisement

তাই পুজোর আগে থেকেই শুরু করুন চুলের যত্ন নেওয়া। পুজো যে সময়টায় হয় তখন চুল খুব ওঠে। তাই এই সময়টায় চুলের জন্য ওজন ট্রিটমেন্ট খুব প্রয়োজন। তার জন্য অবশ্যি পুজোর অন্ত্যত ১৫ দিন আগে পার্লারে গিয়ে করিয়ে আসুন ওজন ট্রিটমেন্ট। এছাড়া বাড়িতেও নিয়মিত করুন চর্চা। তার মধ্যে সবচেয়ে জরুরি প্রতিদিন চুলে শ্যাম্পু করা। তাহলে চুলের গোড়ায় ঘাম জমতে পারবে না। আপনার চুল এমনিই ঝলমল করবে। পুজোর সাত দিন আগে স্পা করান। বাড়িতেও হেয়ার স্পা করতে পারেন। নারকেল তেল গরম করে ভাল করে মাথায় ম্যাসাজ করে শ্যাম্পু করে নিন এতেও চুল মসৃণ হবে। এছাড়া চুলে নারকেল তেল লাগিয়ে কিছুক্ষণ রাখুন। এরপর পাকা কলা, দি, মধু ও ভিনিগার ভাল করে মিশিয়ে প্যাক বানিয়ে চুলে লাগিয়ে কম করে এক ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন। চুল বাড়িতেই ঝলমলে হবে। এছাড়াও পুজোর আগে সাত দিন নিয়মিত রাতে চুলের গোড়ায় তেল ম্যাসাজ করুন। সকালে শ্যাম্পু করে বাইরে বেড়োন। এছাড়াও ডিম ও দই মিশিয়ে চুলে লাগিয়ে রাখুন তারপর শ্যাম্পু করুন। সপ্তাহে তিন দিন এভাবে চুলের যত্ন নিন। চুল সতেজ হবে। এবার পুজোর সময় যেমন খুশি চুলের স্টাইল করুন। তবে চুল ছেড়ে প্যান্ডেলে ঘুরুন। কিন্তু বাড়ি ফিরে অবশ্যই শ্যাম্পু করে নিন। চুলে কোনওভাবেই ময়লা জমতে দেওয়া যাবে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন
বাংলা খবর/ খবর/ফিচার/
পুজোর আগে চুলের যত্নের ঘরোয়া টোটকা ! অবশ্যই হেয়ার স্পা করুন