মাটি, ফাইবার, প্লাস্টার অফ প্যারিসের তৈরি মূর্তির ছড়াছড়ি মণ্ডপে। আহিরীটোলার আসল চমক এবার প্রতিমায়। শিল্পীর মুম্বইয়ের স্টুডিওয়ে তৈরি হচ্ছে পাথরের দুর্গা। উত্তরের সাবেকি বারোয়ারির উমার সংসারে এবার এক অন্য পাঠ। জল সংরক্ষণের জন্য তৈরি হচ্ছে বিশাল কুঁয়ো। আহিরীটোলায় থমকে নস্টালজিয়া । থিমের ভিড়ে সাবেকিয়ানা আঁকড়ে থাকা উত্তর কলকাতার গর্বের পুজোয় এবার সচেতনতার পাঠ। তবে এই পুজোকে ঘিরে মানুষের সব সময় উৎসাহ থাকে। এবার আহিরীটোলায় তৈরি হবে একটা ছোট গুজরাত। দেখানো হবে জল কতটা প্রয়োজনীয়। জল সংরক্ষণের পাঠও দেওয়া হবে। তাই এবারের 'অজান্তে' থিমটি নিয়ে এখন থেকেই সকলের মনে উৎসাহ দেখা যাচ্ছে। তবে কেমন হল এই মন্ডপসজ্জা ? তা জানতে হলে অপেক্ষা করতে হবে পুজো পর্যন্ত।
advertisement
Location :
First Published :
September 07, 2019 10:25 PM IST